আমাদের কথা খুঁজে নিন

   

এই আমাদের পৃথিবী



সূর্য ও সূর্যের আকর্ষণে এর চারপাশে ঘূর্ণায়মান বিভিন্ন মহাজাগতিক বস্তুসমূহ একত্রে সৌরজগত নামে পরিচিত। সৌরজগতের বয়স প্রায় ৪.৬ বিলিয়ন বছর (১ বিলিয়ন = ১,০০০,০০০,০০০)। আর পৃথিবীর বয়স নির্ণীত হয়েছে ৪.৫৪ (± ১% ) বিলিয়ন বছর। গ্যাসিয়াস একটি নেবুলা (সোলার নেবুলা) থেকে সূর্য সৃস্টি হওয়ার পরে নেবুলার অবশিষ্ট গ্যাসীয় পদার্থ থেকে গ্রহসমূহ ও অন্যান্য সৌরজগতীয় বস্তুসমূহ তৈরী হয়। সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে সূর্য থেকে তৃতীয় গ্রহ পৃথিবী।

৮টি গ্রহের মধ্য পৃথিবী ৫ম বৃহত্তম। তবে কঠিন (অগ্যাসীয়) গ্রহ সমূহের মধ্যে বৃহত্তম ব্যাস, ভর ও ঘনত্ব সকল দিক থেকে পৃথিবী ১ম। আমাদের জানামতে সমগ্র মহাবিশ্বে একমাত্র পৃথিবীতেই প্রাণের উন্মেষ ঘটেছে। বিশ্বের অন্যকোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা আমাদের জানা নেই। এ বিষয়ে পৃথিবী একমেবাদ্বিতীয়ম।

পৃথিবীর নিজের চারদিকে একপাক ঘুরে আসতে যে সময় নেয় (১ দিন), সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে তার ৩৬৫.২৬ গুন সময় নেয়। সূর্যের সাপেক্ষে পৃথিবীর কক্ষপথীয় তথ্যঃ সর্বাধিক বেশী দূরত্বঃ ১৫২,০৯৭,৭০১ কিলোমিটার সর্বাধিক কম দূরত্বঃ ১৪৭,০৯৮,০৭৪ কিলোমিটার প্রদিক্ষন সময়ঃ ৩৬৫.২৫৬৩৬৬ দিন প্রদিক্ষন গতিঃ ২৯.৭৮৩ কিলোমিটার/সেকেন্ড, ১০৭,২১৮ কিলোমিটার/ঘন্টা পৃথিবীর ভর ৫,৯৮০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ কিলোগ্রাম। পৃথিবীর উপাদানগুলো নিন্মরূপঃ লোহাঃ ৩২.১% অক্সিজেনঃ ৩০.১% সিলিকনঃ ১৫.১% ম্যাগনেসিয়ামঃ ১৩.৯% সালফারঃ ২.৯% নিকেলঃ ১.৮% ক্যালসিয়ামঃ ১.৫% এ্যলুমিনিয়ামঃ ১.৪% অন্যান্যঃ ১.২% পৃথিবী সম্পর্কে আরও কিছূ তথ্যঃ গড় ব্যসার্ধঃ ৬,৩৭১.০ কিলোমিটার বিষুবীয় (পূর্ব-পশ্চিম) ব্যসার্ধঃ ৬,৩৭৮,১ কিলোমিটার উত্তর দক্ষিনে ব্যসার্ধঃ ৬,৩৫৬.৮ কিলোমিটার উপরিভাগের আয়তন- মোটঃ ৫১০,০৭২,০০০ বর্গকিলোমিটার স্থলভাগঃ ১৪৮,৯৪০,০০০ বর্গকিলোমিটার (২৯.২%) জলভাগঃ ৩৬১,১৩২,০০০ বর্গকিলোমিটার water (৭০.৮%) তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।