আমাদের কথা খুঁজে নিন

   

এখন অবাক হই না



খন্ডচিত্র ১ মালিবাগ বাস কাউন্টার । উত্তপ্ত বাক্যবিনিময়। ঘটনার কূশীলব মাত্র দু জন - কাউন্টারম্যান, যাত্রী। আগ্রহ নিয়ে এগিয়ে দেখি কাউন্টারম্যান দু এক টাকা বেশি নিচ্ছে, যাত্রীদের মধ্যে একজন কে প্রতিবাদ করতে দেখলাম অনেক শ্রুতিকটু ভাষায়। এই সাধারণ ঘটনা নিয়ে লেখার কোন ইচ্ছা ছিলো না।

লিখছি এ জন্য যে, কাউন্টারম্যানের হঠাৎ মারতে আসা দেখে। অবাক হয়ে দেখলাম স্ট্রীট রেসলিং। খন্ডচিত্র ১ (অসম যুদ্ধ) নিকেতন ১৪ সড়ক, নাবিলার একটু সামনে। রিকশারোহী এক মেয়ে কে শুনতে দেখলাম রিকশাওয়ালার বচনামৃত। আগের মত এবার কোন প্রতিবাদ করতে দেখলাম না, হয়ত মানসম্মানের ভয়।

আমার মনে হয় তা না। রিকশাওয়ালা হোক পুরুষ তো, শরীরে শক্তি বেশি। দু টো ঘটনা নিয়ে বেশি কিছু বলার নেই, আমরা আসলে জিম্মি হয়ে যাচ্ছি, হয় ওপরতলা না হ্য় নিচতলা। মনের আঙিনা টা বড় করতে তো টাকার দরকার হয় না, ছোটলোক, বড়লোক, গরীব কথাগুলো তো অনেক গৌণ সেখানে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।