আমাদের কথা খুঁজে নিন

   

যা নিবেন তাই দশ টাকা



"যা নিবেন তাই দশ টাকা" সামনে দিয়ে যেতেই হাক দিল পল্টনের পুরনো বই এর দোকানদার , দেখার জন্য দাঁড়ালাম একটু ঊল্টাতেই পেলাম রিডার ডাইজেস্টের জানুয়ারী১৯৬৮,১৯৬৯,১৯৭০ এর সংখা গুলি। সিএনজিতে উঠে পাতা ঊল্টাতে চোখে পড়ল তখনকার কিছু বিঙ্গাপন আর পাতার মাঝে ভাজ করা একটা চিরকুট। শেয়ার করলাম ভালো লাগলে জানাবেন । কভার পেজ-জানুয়ারী১৯৬৮ ফিলিপিনো বিয়ার হিটাচি রেকর্ডার অনেক ছোট! ছোট! আহ কোক- নাম না জানা কারাও উদ্দেশ্যে নাম না জানা কারও চিরকুট আদৌ সে পেয়েছিল কি??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।