আমাদের কথা খুঁজে নিন

   

শুধুমাত্র শিক্ষা বিষয়ে যদি একটা ব্লগ সাইট বানানো হয় তাহলে কেমন হবে? (সকলের মতামত একান্তভাবে কাম্য)



বাংলাদেশের শিক্ষাখাতে সমস্যার অন্ত নেই। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন নিয়ে এখন অনেক তর্ক-বিতর্ক ও আলোচনা চলছে। বাংলাদেশের ব্লগাররা শিক্ষা নিয়ে অনেক কিছু লেখেন। এখন যদি এমন একটা ব্লগ সাইট বানানো হয় যেটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক লেখায় ভরপুর থাকবে, তাহলে কেমন হয়? শিক্ষা ক্ষেত্রে সমস্যা, সমাধান, উদ্ভাবন, উন্নত বিশ্বের প্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক অবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে পরামর্শ, আলোচনা, সমালোচনা থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক ভূমিকা, শিক্ষা বাজেট, বিষয়ভিত্তিক শিক্ষা প্রভৃতি বিষয়সহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যাবতীয় আলোচনা সেই সাইটটিতে আলোচিত হবে। এধরণের একটি সাইট যদি বানানো হয় তাহলে আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন তো? বাঁধ ভাঙার আওয়াজে অনেক ব্লগার আছেন যারা শিক্ষা বিষয়ে প্রায়ই লেখা দেন, আবার অনেকে আছেন যারা শিক্ষা বিষয়ে লিখতে আগ্রহী। সকলে মিলে যদি সেই সাইটটিকে সচল করা যায় তাহলে বাংলাদেশে শিক্ষা বিষয়ে প্রথম একটি ব্লগ সাইট দাঁড়াবে যেটি শিক্ষা বিষয়ে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেখানে উঠে আসবে। আপনাদের সকলের মতামত জানতে চাইছি। কেমন হবে যদি এমন একটি সাইট বানানো হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.