আমাদের কথা খুঁজে নিন

   

পিডিএফ-এ কনভার্ট করার দারুন একটি সফটওয়ার keygenসহ



অনেকদিন ধরেই পিডিএফ কনভার্ট করার এই সফটওয়ারটি ব্যবহার করছি, ওয়ার্ড, এক্সেল অথবা ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি ফাইলকে নিমেশেই কনভার্ট করা যায় এই সফটওয়ারটি দিয়ে, আর এর সবচেয়ে বড় সুবিধা হল ফাইলের ইমেজের মান ভালো রেখেই কনভার্ট করে খুবই অল্প পরিমান জায়গা নেয়। যে ফাইল আমি Universal Document converter দিয়ে কনভার্ট করতে চাইলে সেটি ৫ মেগা জায়গা নেয় Pdf factory pro তে তা আধা মেগাতে কনভার্ট করেছি। প্রথমে ডাউনলোড করে ফাইলটি আনজিপ করে Pdf factory pro -নামক .exe ফাইলটি ইন্সটল করে নিন, এরপর সিরিয়াল নাম্বার দেয়ার জন্য যে কোন একটি ওয়ার্ড ফাইল ওপেন করে Control+P তথা প্রিন্ট কমান্ড দিন, Print পেইজ আসলে Printer name হিসেবে Pdf factory pro সিলেক্ট করে দিন, দেখবেন রেজিঃ কোড চাচ্ছে, এখানে নেইম যে কোন কিছু লিখে ডাউনলোড করা ফোল্ডারের ভেতর থাকা keygen টি ক্লিক করে ভার্সস সিলেক্ট করে Gen এ ক্লিক করে যে সিরিয়ালটি পাবেন সেটি রেজিঃ কোড এর ঘরে বসিয়ে OK দিন, ব্যস। আশা করি, সফট্ওয়ার টি ব্লগার বন্ধুদের কাজে আসবে। ডাউনলোড লিংকটি পাবেন এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।