আমাদের কথা খুঁজে নিন

   

'' ছোট ছোটবালুকণা , বিন্দু বিন্দু জল '' [ একটি সম্ভাবনাময় উদ্যোগ ]



ইভেন্টের নামঃ ছোট ছোট বালুকণা , বিন্দু বিন্দু জল । স্থানঃ সমগ্র বাংলাদেশ । সময়ঃ পনেরো সেপ্টেম্বর । এই ইভেন্টের উদ্দেশ্য হল আমরা প্রতিদিন বাহিরে বের হই । কোন খাবার পণ্য কিনলে বা অন্য কিছু কিনে টা গ্রহণের পর বাহিরের মোড়কটি ফেলে দেই যত্রতত্র ।

এই জিনিসটা আর করতে চাচ্ছি না । আজ থেকে পনেরো দিন পর থেকে এর ফল দেখতে চাই আমরা সবাই । আপনি যদি দিনে পাঁচবার বাহিরে বের হয়ে পাঁচটি জিনিস ফেলে থাকেন তবে এই পনেরো দিন সময়ে চেষ্টা করুন একটি করে কমিয়ে পনেরো দিন পর তা শুন্যের কোটায় আনতে । ব্যস । আপনার কাজ শেষ ।

সরকারের উপর পরিষ্কারের দায়িত্ব খালি না চাপিয়ে নোংরা না করার প্রতিজ্ঞা আর কর্মটা তো আমরা সবাই ই করতে পারি নাকি ? আর এই ইভেন্টে কতজন ' গোয়িং ' দিচ্ছে , কে ' ডিক্লাইন ' দিচ্ছে এইগুলো না দেখে একটা কাজ করেন শুধু খবরটা পৌঁছে দিন যে সবাই কাজটা করছে । বাংলাদেশের সকল ' ফেসবুক ইউইজাররা 'যেন খবরটা পায় । দেখেন একজন রাস্তায় একটা চিপসের প্যাকেট ফেলে গেলো সে মাথায় রাখে আরে সামনেই তো আরেকজন ফেলে গেছে জা নোংরা হবার টা হয়েছেই আমারটার কারণে আর কিছু হবে না । পরের জন এসে তা না সরিয়ে যে ফেলেছে তাকে আর তাদের মতো সবাইকে এক চোট গেলে দেয়া । 'বাংলাদেশকে দিয়ে কিচ্ছু হবে না ' টাইপ চিন্তা মাথায় রেখে আরেকটু সামনে গিয়ে মাথা ঠাণ্ডা করার জন্য কোক খেয়ে সেই কোকের বোতল রাস্তায় ফেলে সামনে অগ্রসরিত হওয়া ।

কাউকেই খারাপ বলতে পারি না । কারণ তারাই আমরা । আমরাই তারা । আমরা সবাই মিলে আমরা । তাই কুকেই একদলে ফেলে বাদ দিতে চাচ্ছি না ।

বিদেশ পরিষ্কার এই জাতীয় চিন্তা করে মনে দুঃখ না বাড়িয়ে দেশকে পরিষ্কার রাখার কাজটা করতেই পারি । কাউকেই শাবল , টুকরি নিয়ে মাঠে নামতে হবে না । শুধু রাস্তায় কিছু ফেলবেন না । দেখবেন একদিন কোন ময়লা নেই । সবাই এক পণে আগালে দেখবেন কাজটা অনেক সহজ আর একদিন দেখবেন সব নতুন নতুন লাগবে ।

' কেউ এই কথা শুনবে না , কিচ্ছু হবে না । ' এই জাতীয় কথা না বলে আপনি ময়লা ফেলাটা বন্ধ করে দিন শুধু । নিজেরটুকু সম্পর্কে শুধু প্রতিশ্রুতিটা চাচ্ছি শুধু । জানি না কি ধরনের সাড়া পাই । তবে জিনিসটা অনেক দরকার ।

এমনেই ঢাকা বসবাসের অযোগ্য একটা শহর । এই শহরটা পরিষ্কার রাখা দরকার । ইভেন্টটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য । ঢাকার যে অবস্থা তা যেন পুরো বাংলাদেশের না হয় । কেউ যদি মনে করেন পৃথিবীতে তো তাও একটা পজিশন আসছে নাকি ? ভাই একটা পুরস্কার দেয়া হয় কোন দেশে ঠিক মনে নাই ।

সব চেয়ে খারাপ মুভি বা খারাপ বই যে বানাইছে বা লেখছে তাকে দেয়া হয় । কিন্তু সে কিন্তু পুরস্কারতা নিতে আসে না । কোনটা সম্মানের আর কোনটা অসম্মানের সেইটা দেখতে হবে । আপনি এগিয়ে এসে কাজটা করুন দেখবেন আপনার সাথে আরও কয়েকজন এগিয়ে এসেছে । তখন যে ভালো লাগাটা টা আপনি কোনদিন ভুলবেন না ।

দেশটা তো আমাদেরই নাকি ? ভালো কাজগুলো ভাগাভাগি করে করতে আলাদা একটা আনন্দ আছে । আপনিও আসুন তার ভাগিদার হতে । নামের কারণ বলি এইটা যদি সফল হয় তবে পরে এই ধরনের আরও কিছু কাজ করা যাবে । এইটা একটা যে কবিতা এর অংশ টা সবাই জানেন সেই কবিতার সারমর্মও সবাই জানেন । দেশটাকে সবাই মিলে গুছিয়ে ফেলি ।

যেন আমরা এখন যেমন আমদের আগের লোকদের দোষ দেই তারা কেন এমন করলো না কেন তেমন করলো না ? এই কথাগুলো একদিন আমদেরও শুনতে হবে । শুনতে কিন্তু ভালো লাগবে না । সুযোগ থাকতে শুধরে নিতে সমস্যা কই ? স্বপ্ন নিয়ে বেঁচে থাকা সুখের এবং কষ্টের । স্বপ্নের বাস্তবায়ন ঘটানোর পর সুখের অন্ত থাকে না । আর স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাওয়ার পর তা কাজে না লাগালে সেই কষ্ট সহ্য করা যায় না ।

আপনাদের সকলের অংশগ্রহণ কাম্য রইলো । '' মানুষ বাঁচে আশায় , দেশ বাঁচে ভালোবাসায় '' ফেসবুকে ইভেন্টের লিঙ্ক - Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।