আমাদের কথা খুঁজে নিন

   

দু' প্রস্থ সাংসারিক

শব্দ থেকে নৈঃশব্দ্যের দিকে

সংসার মানে সংসার ভাঙ্গা, সংসার মানে তুমি ঘুমোতে যাওয়ার আগে ওষুধ খেতে ভুলে যাই আজকাল। যেহেতু বাস্তব ও স্বপ্নের পার্থক্য বিস্তর, তাই এইরকম ভুল রীতিমতো অমাজর্নিয়। ... এদিকে আমার রমনী যিনি অতি সম্প্রতি প্রধানা শিক্ষয়ত্রীর খাতায় নাম লিখিয়েছেন, গতকাল প্রসঙ্গক্রমে জানিয়ে দিলেন, সেকালে সক্রেটিস্করা নাকি হেমলক পান করতেন। এবং সেই সাথে এও জানলেন ভুললেনা, বাজারের ওষুধপত্রের মুল্য উত্তরোত্তর বেড়েই চলছে; আজ বিকেলে চিনির অসহনীয় মুল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদটি পরিবেশিত হলে আমি সবিনয়ে জানালুম, চায়ে আমার চিনি না হলেও চলবে। তার চোখ থেকে একটি দুঃস্বপ্ন নেমে যেতে দেখে নির্ভয় হলুম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।