আমাদের কথা খুঁজে নিন

   

চুরি হয়ে গেল আমার সব থেকে প্রিয় ক্যামেরা "ক্যানন"



ছোট্ট বেলা থেকেই আমার শখের মাত্রাটা একটু বেশী। কথায় বলে শখের তোলা আশি টাকা, কিন্তু আমার ছিল শখের তোলা একশ আশি টাকা। অনেকগুলো শখের মাঝে ছবি তোলা এবং ভিডিও করা আমার লাইফের অন্যতম শখ। প্রথম দিকে স্টিল ক্যামেরা দিয়ে ভিডিও এবং স্টিল দুইটাই চালাতাম, কিন্তু ভিডিওর রেজুলেশনে মন মানত না। অনেক টান পোড়নের মাঝেও ৪৫,০০০ টাকা দিয়ে সনির একটা হ্যান্ডি ক্যাম নিয়েছিলাম যার হার্ড ডিস্ক ছিল ৩০ জিবি।

ভিডিও ক্যামেরাতো হল, এবার? ছবি ভিডিও করে ইডিট করব কিভাবে? শখ হল ভিডিও ইডিটিং শেখা, সিনেমা, নাটক, এ্যাড তৈরীর কৌশল জানা, বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া। শখের তোলা একশত আশি, তাই ভর্তিও হয়ে গেলাম। অবশেষে আত্মীয় স্বজনের বিয়েতে গায়ে পড়ে ভিডিও করে মাগনা মাগনা ইডিটিং করে দিতে শুরু করলাম। মনে হত কারো জন্য কিছু করতে পারলেই খুশী। কখনো ভাবিনি আমার সময় এবং অর্থ দুটাই অপচয় হচ্ছে।

ভিডিওটা হাতে পেয়ে সবাই যখন দেখত, আনন্দিত হত এমনকি প্রফেশনাল ইডিটরদের ইফেক্টকেও হার মানাত, সকলে খুব প্রশংসা করতে। মনে হয় এটাই ছিল আমার কাজের মজুরী। বর্তমানে ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও ব্যবসায়িক প্রয়োজনে আমার স্টীল ক্যামেরাটা খুব বেশী ব্যবহার হয়ে থাকে। ভিডিও ক্যামেরা ড্রয়ার বন্দী হয়ে আছে দীর্ঘ দিন ধরে। সময় আমাকে পাত্তাই দেয় না, কারো জন্য মাগনা টাইম ব্যয় করে কিছু করার কথা যেন স্বপ্নেও ভাবা বন্ধ করে দিয়েছি।

আত্মীয় স্বজনের বিয়ের খবর শুধু শুনি আর শুনি, ফোনে দাওয়াত পাই কিন্তু এটেন্ড করতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই আমি কি সেই আমি? বউয়ের বান্ধবী এবং কলীগরা সর্বদা ওকে বলত তোর বরটা খুব সৌখিন এবং আমোদ প্রিয়রে; আর আমাদেরগুলো কেমন যেন বেরসিক হয়ে গেছে। হয়তো এখন আমার বউ অন্য কাউকে রসিক আর আমাকে বলে বেরসিক। বলবেই বা না কেন, একদম সময় দেই না, দিন রাত ব্যবসা, ইন্টারনেট আর অফিসের ঝামেলা নিয়েই থাকি, ওর দিকে তাকানোর সময় কই? গত পরশু হঠাৎ আমার বাসা থেকে স্টীল ক্যামেরাটা গায়েব হয়ে গেল। যার পর নাই আমি হতাশ হয়েছিলাম, তখন বুঝেছিলাম ক্যামেরার উপর আমি কতটা দুর্বল।

সকাল বেলা আমার ছোট ভাই এবং অফিসের পিয়ন ছেলেটা একটা ফ্যাক্টরীর ছবি তুলে আমার বাসায় এসে ক্যামেরাটা হাতে দিল। আমিই ওদের পাঠিয়েছিলাম আমার নতুন ফ্যাক্টরীর অনুসন্ধানে। ওদের তোলা ছবিগুলোকে মেমোরী কার্ড থেকে ল্যাপটপে নিয়ে যথারীতি নিয়ম অনুযায়ী ব্যাটারী খুলে চার্জারে লাগিয়ে ক্যামেরাটা ওয়ারড্রবের উপর রাখলাম। এতটুকুই মেমোরিতে আছে, এর পরের টুকু আর মনে নাই। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও পেলাম না! কয়েকজন প্রিয় ব্যক্তিকে ঘটনাটা জানালাম, তার মাঝে আমার ব্যবসায়িক পার্টনার (বিখ্যাত ব্লগার) অন্যতম।

পরে ফি সাবিলিল্লাহর খাতায় নাম লিখালাম। ঘরে কাজের মেয়ে অনেক দিনের পুরানো এবং বিশ্বস্ত, তাকে জিজ্ঞেসাও করা যাবে না। বইরের লোক বলতে আমার অফিসের পিয়ন যে কি-না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। বেড রুমে ঢুকেছে শুধু মাত্র আমাকে দেখতে। এক্সিডেন্ড করার পর এখনো অফিসে যাই নি।

কিন্তু সে-তো আমার সামনে খালি হাতেই বের হয়ে গেল সুতরাং এখানে সন্দেহর প্রশ্নই ওঠেনা। আমার ল্যাংটা পোংটা পোলা ১৬ মাসের জাবির মাঝে মাঝে জানলা দিয়ে রিমোর্ট কন্টোল বা খেলনা ফেলে দেয় ঠিকই তবে ওয়ারড্রব হতে এই জিনিসটা ও হাতের নাগালে পাবে না, বাকি রইল জানলা দিয়ে কোন চোর হাত বাড়িয়ে টেনে নেওয়া, সেটাও সম্ভব নয় কারন আমি থাকি তিন তলায়। পাশের বাড়ির ছাদ একতলায় সীমাবদ্ধ। এত উঁচুতে কোন চোর পাইপ বেয়ে উঠে বিকাল বেলা নিশ্চয়ই চুরি করে জীবনের ঝুঁকি নিতে চাইবে না। কাজের মেয়ের বাবা দুই তিনটা বাসা পরের এক বাড়ির দারোয়ান।

ওরা স্ব-পরিবারে ঐ বাসার দারোয়ানের রুমেই থাকে। মেয়েটার মাকে প্রথমে ঘটনাটা জানালাম, সে বিশ্বাসই করে না তার মেয়ে এতবড় ঝুঁকি নিবে। ওরা সবাই আমার বাসায় এল, মেয়েটার মা খুব অনেষ্ট। আমরা ঈদে কোথাও গেলে ওদের উপর বাসার দায়িত্ব দিয়ে চলে যাই। একটা সুঁইও হারায় না।

আমার বউ মুখ কালো করে একটু ড্রামা করে বললঃ ক্যামেরার মধ্যে এমন কিছু ডকুমেন্টস আছে যে আমার ব্যবসায়ের ৫/৬ লাখ টাকা লস হয়ে যাবে যদি ঐ ক্যামেরা না পাই, এগুলো হচ্ছে মানুষকে ইমোশনাল তৈরীর ট্রিকস। মেয়েটির মা তো কাঁদো কাঁদো, বার বার জিজ্ঞেসা করছে তার মেয়েকে, "এই তুই দেখছছ?" -হ, এই হানে ছিল, আমি মুইছা আবার এইহানেই থুইছি "তাইলে এইডা গেল কই?" --চুপচাপ; কোন উত্তর নাই। যে কথা দিয়ে শুরু করেছিলাম, শখের তোলা একশ আশি। এসবিতে কিছু স্পাই ক্যামেরা সাপ্লাই দেবার জন্য বেশ কয়েক পিস স্পেশাল নাইট ভিশন হিডেন ক্যামেরা এনেছিলাম। কাজটি হাতছাড়া হওয়ায় নিজেরাই ব্যবহার শুরু করে দিলাম।

ঝাক্কাস মার্কা ঘড়ি যার বাজার মূল্য অনেক, একই সাথে নাইট ভিশন ক্যামেরা, সাউন্ড রেকর্ডার এবং স্টিল ফটো তোলার ত্রিমাত্রিক সুবিধা। আমার হাতে সর্বদাই থাকে একটি অত্যাধুনিক হাই রেজুলেটেড নাইট ভিশন স্পাই ওয়াচ। যা-গভীর রাতে এমনকি পানির নীচের ভিডিও তুলতেও সক্ষম। এটা হাতে দিলে নিজেকে জেমস বন্ড মনে না হওয়ার কোন কারন নাই। যখন স্কুলে পড়তাম আমার সব থেকে প্রিয় টিভি সিরিজ ছিল "ম্যাকগাইভার" তখন নিজেকে প্রতি সেকেন্ডে ম্যাকগাইভার ছাড়া অন্য কিছু কল্পনাই করতাম না।

সেই থেকেই বোধ হয় মানুষের মুখ দেখলে ভিতরটা পড়ার হাতেখড়ি। যখন টিউশনি করে সংসার চালাতাম, খুব শখ ছিল কোন স্কুলের শিক্ষক হয়ে শিক্ষাকতাকে পেশা হিসাবে বেঁছে নিয়ে জীবন পার করতে। মাঝে মধ্যে স্টুডেন্টদের মডেল টেষ্ট নিতাম, স্বভাবতই ছাত্র ছাত্রীরা এক-আধটু চুরি চাম্মারি করে লিখতে চেষ্টা করত। মনে পড়েনা, ওরা কখনো আমার নজর এড়িয়ে চুরি করে এক হরফ কিছু লিখতে পেরেছে। সেজন্য ওরা মজা করে বলত "স্যার দোয়া করি আপনি যেন কোন স্কুলের শিক্ষক হতে না পারেন"!! তাহলে কেউ নকল করতে পারবে না।

ওদের দোয়াই সফল হয়েছে, শিক্ষক হতে পারি নাই এই জীবনে। শখের তোলা পুরন করতে করতে শেষ বয়সে পৌঁছে গেছি। ক্যামেরা হারিয়ে আমি হতভম্ব, চোর ধরতে হবে যদি সে চোর হয় ঘরের। সকল রুমে সেট করে দিলাম হিডেন ক্যামেরা, ভাবনা একটাই যদি ক্যামেরা ঘর থেকে বেরিয়ে যায় বা কেউ নিয়ে চলে যায় তাহলে আমি পাব না, যদি কেউ প্রি টেষ্ট হিসাবে লুকিয়ে রাখে, ঘর থেকে বের না করে তাহলে যে-ই চোর হোক ওটাকে সকাল বেলা চেক করবেই যে ওটা যথাস্থানে আছে কি-না। সাধারণত আমি ফজরের নামাজ পড়ে ৯টা অব্দি ঘুমিয়ে থাকি।

ছেলেকে স্কুলে পাঠিয়ে ওর মা-ও ঘুমিয়ে থাকে। এটাই হচ্ছে কাজের মেয়েটার জন্য একটা মোক্ষম সুযোগ গোটা ঘরে রাজত্ব করার। স্ত্রীর ডাকে ঘুম ভেঙ্গে গেল, সে এরই মধ্যে সকল ক্যামেরা আমার হাতে এনে দিল। ল্যাপটপে নামিয়ে নিলাম ভিডিও ক্লিপ গুলো। একটা একটা করে চেক করতে লাগলাম সময় নিয়ে।

তিন নম্বর হিডেন ক্যামেরাটা আমাকে কিছুর সংকেত দিল। একটু ব্যাকে নিয়ে আবার চেক করলাম, স্টোর রুমের খুব গোপন একটা জায়গায় তাকে উপুড় হয়ে কি যেন একটা চেক করতে দেখলাম। এর পরে সে রান্না ঘরে চলে এল, পুনরায় ঐ রুমে কয়েকবার হাটা চলা করল। এর পরে ড্রইং রুমে সোফায় মাথা হেলিয়ে ঘুমের ভান ধরে শুয়ে রইল যা প্রতিদিন করে। চট করে আমি জায়গাটায় সার্চ করলাম, হ্যা; আমার অতি পরিচিত ক্যামেরার কালো কাভারটা আমার দিকে তাকিয়ে ভেঁচি কেটে হেসে দিল।

আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। একবার ভেবেছিলাম মেয়েটাকে চড় থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দিব। পরে ইসালামের আদর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলাম, তার মাকে ডেকে ভিডিও ক্লিপটা দেখিয়ে তার হাতেই ক্যামেরাটা ওখান থেকে বের করে নিয়ে নিলাম। মেয়েটা স্বীকার করল সব কিছু, তার উদ্দেশ্য ছিল ওটা বিক্রি করে একটা মোবাইল কিনবে। তার বেশ বিছু প্রেমিক লাইনে আছে, ব্যাটে বলে না হবার কারনে রান নিতে পারছে না।

পুরাতন মোবাইলটা নষ্ট হবার পর তার মাথা অর্ধেক খারাপ হয়ে গেছে। শুধু আমার ছোট ছেলেটাকে রাখে তাই ওকে ক্ষমা করে দিলাম। এই মেয়েটা তার সাবেক প্রেমিকের পিছনে অনেক টাকা শুধু মোবাইল রিচার্জ করেছে, এখন বুঝতে পারছি এসব টাকার ৮০% ছিল আমার মানি ব্যাগ এবং আমার ছোট ভাইয়ের মানিব্যাগ থেকে মারিং করা। আমি ভাবতাম আমার বউ নিয়েছে আর ছোট ভাই ভাবত কোথাও হারিয়ে গেছে। তার পরেও ওকে সন্দেহ করতাম না।

প্রেম মানুষকে অন্ধ করে দেয়। এই মেয়েটা আজ চার বছর আমার বাসায় কাজ করছে, সেই ছোট্ট থেকে আজ সবে মাত্র ১৩/১৪ বছরে পা দিয়েছে। তাকে ব্রাক স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছিলাম, মাদ্রাসায় পড়তে যেতে দিতাম এবং সর্বপরি তাকে সেলাই শেখার জন্য দুই থেকে তিন ঘন্টা সময় দিতাম। উদ্দেশ্য একটাই আমার জাবিরকে ও কোলে করে বিকালে একটু নীচে ঘুরতে যায়, আমার বড় ছেলের সকালের খাবারটা রেডী করে। ওর মা অনেক কষ্ট করে অর্থ জমিয়ে আমার স্ত্রীর কাছে প্রায় আশি হাজার টাকা জমিয়েছে যা দিয়ে ওরা গ্রামে বাড়ি করবে।

এত বিশ্বস্ততার মাঝেও মানুষের চরিত্রের কেন এত পরিবর্তন জানিনা। সর্বপরি বলব আল্লাহ পাক হলেন সব থেকে বড় কৌশলী। তিনি যদি আমাকে সাহায্য না করতেন আমি ঘুণাক্ষরেও এই মেয়েটার আসল রূপ হাতে নাতে ধরতে পারতাম না। সে ক্ষমা চেয়েছে, এমন ঘৃণ কাজ আর করবেনা বলে ওয়াদা করেছে। আমি ক্ষমা করে দিয়েছি।

আমার মনে হচ্ছে আমার ক্ষমাই হচ্ছে ওর হার্টের উপর আঘাত। চেষ্টা করব ওকে আরো বেশী ভাল ব্যবহার করতে যেন ও চরম অনুতপ্ত হয় সেই সাথে আল্লাহ খুশী হন। আপনারা কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.