আমাদের কথা খুঁজে নিন

   

আমি মুরগী চোর না..প্রেমের বলি!

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
মর্জিনাদের মুরগীগুলো বেজায় রকম খাসা, তাইতো আমার সকাল বিকাল ওদের বাড়ি আসা। কক্ কর কক্,কিচির মিচির মুরগীগুলো দারুন কোলে নিয়ে আদর করি,মর্জিনা কয়,‘ছাড়ুন’! মোরগগুলো চর্বিওয়ালা নাদুস নুদুস তাজা, ইচ্ছা করে ধইরা করি গরম ঘিয়ে ভাজা! ঝাল মাংস,মুরগীর রোস্ট,কাবাব,চিকেন ফ্রাই, মাথা থাকে আউলা,যখন ওদের বাড়ি যাই! হঠাৎ একদিন মর্জিনাদের দুইটা মুরগী চুরি! মুরগী চোরের খোঁজে আমি এদিক ওদিক ঘুরি। খুঁজতে থাকি সকাল বিকাল রাত্রি এবং ভোর, এর পরেও সবাই বলে আমিই নাকি চোর! ও মর্জিনা,বুঝলিনা এই স্বপ্ন এবং সাধ, তোর পিরিতে পেলাম মুরগী চোরের অপবাদ!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.