আমাদের কথা খুঁজে নিন

   

মিস্টার সরকার, এই কি আপনার বিবেক?

তুমি যদি প্রত্যেকদিনকে নিজের জীবনের শেষ দিন ভাবো, তাহলে, একসময় তুমি সঠিক হবে! আজকে কিভাবে এই পোস্টটি লেখবো বুঝতে পারছি না। সম্প্রতি সরকার ডিজনি তথা ডোরেমন কার্টুনটি বন্ধ করে দিয়েছে। বেশ অনেকদিন আগে থেকেই ডোরেমন কার্টুনটি বন্ধ করার জন্য জোর দাবি জানানো হচ্ছিলো। কেউ কেউ বলেছিল, এটা বন্ধ করতে কেউ কেউ বলেছিল বাংলায় ডাবিং করতে। আমিও এই কার্টুনটির বিপক্ষে ছিলাম, তবে আমার মতামত ছিলো, এটি যেন বাংলায় ডাবিং করে দেখানো হয়।

কিন্তু, সরকার এটি বন্ধ করে দিয়েছে, কিন্তু সরকারের বন্ধ করার মত যোগ্যতা কি আদৌ আছে কি? সরকার কোন কোন কার্টুন বাংলায় তৈরি করেছে? কি কি ছোটদের অনুষ্ঠান সম্প্রচার করেছে? বাংলাদেশের প্রত্যেকটি চ্যানেলে ছোটদের জন্য কতটুকু সময় বরাদ্দ রাখা হয়? কিছুদিন আগে দেখেছিলাম, মহা চুদুর বুদুর রহমানের এটিএন বাংলায় ছোটদের জন্য অনুষ্ঠানের নামে অত্যন্ত বাজে মানের কিছু অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। কথায় আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এতদিন তো তাও শিশুদের একমাত্র বিনোদন ছিল ডোরেমন। এখন তো সেটাও নেই! এখন তারা কি করবে? এখন তাদের অবস্থা বদ্ধ খাচায় বন্দি পাখির মত। এখন, হয়তো তারা চ্যানেল ঘুরাতে ঘুরাতে পেয়ে যাবে হিন্দি গান অথবা কোন আইটেম গান যেগুলো দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে পড়বে এবং পরবর্তীতে একটি মানসিকভাবে বিপর্যস্ত প্রজন্ম তৈরি হয়ে যাবে ও তাদেরকে আমরা দেশ চালানোর দায়িত্ব দেবো! আমিও চাই ডোরেমন বন্ধ হোক তবে সেটা যেন হিন্দি হয়।

ডোরেমন বাংলায় প্রচার করে অথবা বাংলায় কোন সুন্দর এবং বেশ ভালো মানের কার্টুন তৈরি করে দেখানো হোক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.