আমাদের কথা খুঁজে নিন

   

*_* সাঁঝ-আঁধারে নবীর মসজিদ//লাইলাতুল কদর বঞ্চিত ব্যক্তি হতভাগা

দৃষ্টি আমার অপার সৃষ্টি ওগো........

ছবি র্বণনা: তখনো আঁধার নামেনি, মসজিদুন নববীর দৃশ্যপট এমন এক অভাবনীয় রূপে ধরা দেয় মুঠোফোনে। ছবিটি নেয়া হয়েছে ২০০৮ এ। ছবি স্বত্ব: http://www.fazleelahi.com হাদীস: আনাস রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, "যখন রমজান মাস আসল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যে মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে এতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের সৌভাগ্য অর্জন থেকে বঞ্চিত সে সকল পূণ্য থেকে বঞ্চিত, লাইলাতুল কদর থেকে শুধু হতভাগাই বঞ্চিত হয়।" [সহীহ্ সুনানি ইবনে মাজা: ২/৫৯, হাদীস নং-১৬৬৭]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।