আমাদের কথা খুঁজে নিন

   

কার্টুন ডোরেমন সম্প্রচার বন্ধ

রাজ্য ছাড়া রাজা বাংলাটাইমস রিপোর্ট: শিশুদের পড়ালেখার জন্য ক্ষতিকর বিবেচনা করে কার্টুন ডোরেমন সম্প্রচার বন্ধ করেছে সরকার। এক সংসদ সদস্য ডিজনি চ্যানেলে সম্প্রচারিত এই কার্টুনটি সম্প্রচার বন্ধের আহ্বান জানানোর ১১ দিনের মধ্যে তথ্যমন্ত্রী বৃহস্পতিবার সংসদে একথা জানিয়েছেন। হাসানুল হক ইনু বলেন, কার্টুন ছবি ডোরেমন প্রচারে শিশুদের পড়ালেখার পরিবেশ বিনষ্ট হবে, এটা সরকারের কাম্য নয়। ইতোমধ্যে সরকার অনুমোদনহীন বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিজনি, ডিজনি এক্সডি ও পোগো সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে ডোরেমন কার্টুন সম্প্রচার বন্ধ হয়েছে।

ডিজনি চ্যানেলে প্রচারিত জাপানি কার্টুন ডোরেমন দেশে শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে হিন্দিতে ভাষান্তরিত এই কার্টুন নিয়ে উদ্বেগ রয়েছে অনেক অভিভাবকের। হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে ডোরেমন সম্প্রচার বন্ধের বিষয়টি মন্ত্রী জানান। গত ৩ ফেব্রুয়ারি সংসদ সদস্য শাহরিয়ার আলম ডোরেমন বন্ধের দাবি তুলে সংসদে বলেছিলেন, এর মতো কার্টুনের প্রভাবে শিশুরা বাংলা বলতে ভুলে যাচ্ছে ও তাদের মনোবিকাশ ব্যাহত হচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, দেশের সংস্কৃতির পরিপন্থী কোনো বিষয় যাতে প্রচার না হয়, সে বিষয়ে সরকার সতর্ক এবং এ ধরনের বিষয় প্রচার হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ইনু জানান, বিদেশি যেসব চ্যানেল বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে, সেই সব চ্যানেল বন্ধের ব্যবস্থাও নেয়া হচ্ছে। বাংলাদেশের চ্যানেল ভারতে প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিদ্যমান আমদানি নীতিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত প্রদর্শনের কোনো সুযোগ নেই। //ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (বাংলাটাইমস টুয়েন্টিফোর)//এস কে// ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.