আমাদের কথা খুঁজে নিন

   

হাত গুরুত্বপূর্ণ কিন্তু তারচেয়েও গুরুত্বপূর্ণ মাথা নিশ্চয়



কোন ব্যাক্তির মাথায় দা দিয়ে আঘাত করলে সে মাথা রক্ষায় হাত দিযে চেষ্টা করে । কিন্তু হাত কেউ কোপ দিলে মাথা দিয়ে ঠেকাতে আসে না। কারণ হাত গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মাথা। হাত না থাকলে কিছুটা কষ্ট হবে, কিন্তু মাথা না থাকলে হাত অথর..................এত কিছুর অবতারণা হলো আগামীকালকের আধ বেলা হরতালের বিরুদ্ধে বিষদগার করছেন তাদের জন্য। তেল গ্যাস রক্ষা কমিটি হরতাল কে কেন্দ্র করে সরকারসহ দেশদরদী(?) ব্যবসায়ীদের কাছে আধ বেলায় কয়েক শত কোটি টাকার ক্ষতি হবে সত্যিঅ। কিন্তু তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি ক্ষতি হবে যদি আমাদের গ্যাস,তেল বিদ্যুৎ তথা জ্বালানী শক্তি বিদেশীদের হাতে চলে যায়। ঢাকায় একদিন গ্যাসের সংকট থাকলে ত্রাহি ত্রাহি রব উঠে, গ্যাস না থাকায় সার তৈরী বন্ধ হয়ে আছে, গ্যাসের অভাবে মিল কলকারখানা জেনারেটর দিয়ে চালাতে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতিপূরণ দিচ্ছে, প্রতি বছর সরকার ৫ হাজার কোটি টাকার ডিজেল তেল কিনছে, গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ তৈরী হচ্ছে না, এতে কি দেশের ক্ষতি কম হবে? আর ব্যবসায়ীদের ইমান আর ইজ্জত এবং দেশপ্রেম কত তা তো রমজানের জিনিসের দাম বাড়াবে না বলেও যা করলো তাতে হারে হারে টের পায়নি দেশবাসী? শেষ কথা, আমেরিকার কোমম্পানী আমাদের গ্যাস তুলছে এবং তুলবে....যখন আমেরিকা ১৫০ বছরের গ্যাস ১০০ বছরের তেল এবং ৬০ বছরের কয়লা মজুদ রেখেছে। আর নয়া পরাশক্তি ভারত ১৫০ বছরের গ্যাস, ৬০ বছরের তেল এবং কয়েক বছরের জন্য কয়লা মজুদ রেখেছে। তাহলে বাংলাদেশ কেন সামান্য কিছু গ্যাস আছে তা তড়িঘড়ি করে তুলবে? মাটির নিচে গ্যাস তেল রেখে লাভ নেই...সাইফুর রহমানের হাত ঘুরে সৈয়দ আশরাফ একি কথা বললেন..........সত্যিই দিনবদলের কান্ডরী বটে...........তবে কি মাথা কেটে হাতকে বাচিয়ে রাখতে চলেছে ওরা.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।