আমাদের কথা খুঁজে নিন

   

আমি তো পুরা পাঙ্খা

সব ক'টা জানালা খুলে দাওনা...
সেই ছোট্ট বেলায় দেখতাম জুয়েল আইচ মুখে দারুন এক হাসি ঝুলিয়ে চমকদার পোষাক পরে জাদু দেখাচ্ছেন। ইত্যাদি তে ওনার জাদু দেখতাম...কী তামশা! টুপির ভিতর থেকে কবুতর, বাক্সের ভেতর থেকে খরগোশ হেন তেন আরো কত কি! পরে একবার দেখলাম তার স্ত্রী কে দুই টুকরা কইরা ফেলে আবার জোড়া লাগাই দিলেন ঐ টা দেইখা আবার একটু ভয় ও পাইছিলাম পরে জাদুর নানান জিনিস যখন জানলাম তখন চিন্তা করলাম এ আর এমন কি...তখন ই আবার দেখলাম ডেভিড কপারফিল্ড নামে একজন সাথে এক সুন্দরী নিয়া হাওয়ায় ভাসতেছে। আবার দেখলাম পুরা ট্রেন গায়েব কইরা ফেললো যাক। মাঝে অনেক দিন আর কোনো যাদুকর দেখি নাইক্কা।ভালোই ছিলাম। আবার দেখলাম ক্রিস এঞ্জেলস এর খেলা! এর কাজ কারবার দেইখা তো আমি পুরাই টাল হইতে লইছি এই দেখি পানির উপ্রে দিয়া হাটে, আবার শুন্যে ভাসে, নিজে ভাসে অন্যরেও ভাসায়, আবার ধ্বসে পড়া দালান থেকে এসকেপ করে...আরো কত কি? এ কিন্তু আবার স্টেজ পারফর্মার না, পুরা রাস্তার মধ্যে কাজ সারে কিছুই ধরতে পারিনা...কেউ কিছু বুঝলে আওয়াজ দিয়েন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।