আমাদের কথা খুঁজে নিন

   

মরমী বাউল মন ( স্বর্গীয় বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে ) !! (২)

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "

আমার নিঠুর কালীয়া আমার সাধের কালীয়া বাঁধিলাম বাঁধিলাম বাসর তোর লাগিয়া সাজাইলাম সাজাইলাম বাসর তোর লাগিয়া। তোমার আশায় পাগল হইয়া গুরু, পথ পথে বেড়ায় ঘুরিয়া নিঠুর তুমি চইলা গেলা আমারে ছাড়িয়া....। মধুর এই বাসর রাতে একলা জেগে কীলাভ তাতে ছটফটাইয়া মরছি শুধু তোমার পথ চাহিয়া........।

জীবনে পাবো না জানি ছিঁড়ে গেল, বিনে সূতার মালা খানি একবার আইসা ওগো বন্ধু এই অভাগারে যাও গো দেখিয়া। বাঁধিলাম বাঁধিলাম বাসর তোর লাগিয়া সাজালাম সাজালাম বাসর তোর লাগিয়া। উপযোগ: গুরু আবদুল করিম একজন স্বপ্নদ্রষ্টা, কিছু জীবন ধর্মী লেখা উনার এই মহাপ্রয়াণ শোক মিছিলে সামিল করলাম। বাংলার চিরায়ত লোকজ সুরে বাঁধা এই কথা গুলো আশাকরি ভালো লাগবে সবার। ধন্যবাদ সবাইকে....।

ছবি: প্রথম আলো(কৃতজ্ঞতা)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।