আমাদের কথা খুঁজে নিন

   

দু:সহ যানজটের এক দুপুর

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........

গতকাল এক বিরক্তিকর দুপুর কাটালাম, উপলব্ধি করলাম হাজার হাজার রাজধানীবাসীর কষ্টের সামান্য অংশ। খুলেই বলি, আমার কয়েকটি বই কেনার দরকার ছিল। ভাবলাম ছুটির দিন, নিউমার্কেট থেকে ঢুঁ মেরে আসি। বই কেনাও হবে, ঈদের বাজারও দেখা হবে। যাত্রা করলাম পৌনে বারটার দিকে, ইচ্ছে ছিল দুপুরে এসে একটা ঘুম দেব।

হায়রে কপাল, নিউ মার্কেট যেতে যেতে বেজে গেল সোয়া একটা। প্রায় দেড় ঘন্টা ! সোনারগাঁ হোটেল ও বসুন্ধরা সিটির সামনে জ্যাম ছিল, মিরপুর রোডে সেটা যেন আরো বেড়ে গেল। নিউ মার্কেট গিয়ে আর ঘুরলাম না, তাড়াতাড়ি বইগুলো কিনে গাড়ীতে উঠে পড়লাম। এবার শুরু হল ভোগান্তি, গাড়ী দুই মিটার আগায় আর দশ মিনিট অপেক্ষা করে। বুঝতে পারলাম এসে কি ভুলটাই না করলাম।

কিন্তু সামনে কুইজ, এখন বই না কিনলেই নয়। কাটতে লাগল সময়, গাড়ীগুলো স্থির হয়ে পড়ে আছে। এদিকে এসিও নষ্ট, প্রচণ্ড গরমে অবস্থা কাহিল। রাস্তার পাশের হকারদের চিৎকার মস্তিষ্কে অসহ্য যন্ত্রনার সৃষ্টি করছিল। মাথায় দপদপ করে যেন আগুন জ্বলছিল।

এভাবে কেটে গেল প্রায় আড়াই ঘন্টা, নিউ মার্কেট থেকে গুলশান আসতে এত সময় লাগবে আমি ভাবতেও পারিনি। হয়তো সেদিকে যাওয়া হয়না বলে আমার ধারনা নেই। কালকের অবস্থা থেকে আরো একবার বুঝলাম মানুষের কত কষ্ট হচ্ছে এই রোজার মাসে। সময়ের কাজ সময়ে করা ঢাকায় থেকে করা দুরূহ, আবার এ সত্যটা মাথায় এল। হতাশ লাগে যখন ভাবি সরকারে যারা আছেন তাদের পক্ষে যানজট এর কষ্ট অনুভব করা অসম্ভব।

যদি তারা হযরত উমর (রা: ) এর মতো দেশ শাসন করার চেষ্টা করতেন! অন্তত রোজার মাসটা, নিজেরা ভাগ করে নিতেন জনগনের দূর্ভোগ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।