আমাদের কথা খুঁজে নিন

   

অন্য এক টোটেম কাহিনী



জীবাশ্মগুলো সবাক হয়ে উঠলে প্রত্নলিপি পৃষ্ঠাগুলো লিখে যাবে টোটেম কাহিনী? তোতেন খামেনের সমাধি হতে যে ইতিহাস কিংবা প্রত্নলিপি মৃদু পায়ে হেঁটে এসে ছুঁয়ে যায় কপোল কালের তার চেয়ে তপ্ত কোনো রক্তের কাহিনী স্পর্শ করে শেকড় কখনো! শেকড়ে পাথর নেই,শুধু পলি ও এঁটেলের গাঢ়বদ্ধ হাত ঢেকে আছে তাম্রলিপি প্রত্নলিপি না ঘেঁটেও দেখো সাত কোটি মানুষের হাত নাবাল কাদা থেকে উত্থিত হয়ে হেনেছিল প্রস্তরে আঘাত এইভাবে ইউটোপিয়া থেকে স্বপ্নগুলো পৃথক হয়েছিল পৃথক হয়েছিল বোধ ও প্রতীতি আনন্দ ও জেল্লার আঁতিপাঁতি একটি গূঢ় ইচ্ছের তারাবাতি আরো বেশী প্রোজ্জ্বল হয়ে উঠেছিল। কদাকার একটি গিলোটিনে এইসব চূর্ণ করে যাচ্ছে অন্য এক টোটেম কাহিনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।