আমাদের কথা খুঁজে নিন

   

মাছাক্কালি-মাছাক্কালি এবং একজন আতঙ্কিত ব্যাচেলর

আমি রাজাকারদের ঘৃণা করি,ইতিহাস বিকৃ্তকারিদের আরো বেশী ঘৃণা করি,স্বৈরাচারতন্ত্র মানি না,তারচেয়ে বেশী ঘৃণা করি যারা ক্ষমতার লোভে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যের দালালি করে...... তবুও স্বপ্ন দেখি,আশা করি আমার বাংলাদেশ সত্যি সোনার বাংলা হয়ে উঠবে। তবে দিন

কয়েকদিন ধরে আশেপাশে যে হারে মাছাক্কালি মাছাক্কালি রব উঠেছে তাতে আমার মতো আমজনতার রাতের ঘুম আর দিনের সুখ সবই হাওয়া। ঘটনার শুরু আলু পত্রিকায় মাছাক্কালি নিয়ে ফিচার ছাপার পর। ফিচার দেখে আমার কিছুটা আতঙ্ক লাগলেও তা যে আরো ভয়াবহ হবে তা বুঝি নাই। রাতে ফুনে কইলো ঈদে মাছাক্কালি মার্কেটে খুব চলতেছে।

খুব সুন্দর করছে ড্রেসটা। আমি কইলাম খুব চললে তো কমন পইড়া যাইবো...... সে কয় আরে কমন পরবো ক্যান???? আমি (আবার বাচার আশায়) কই বেশী বিক্রি মানেই তো কমন........... তাই না???? কয়,কমন পড়বো না............. মার্কেটে ঘুরে আমি একটা আইডিয়া নিছি। আমি কইলাম...... মার্কেটে কবে গেলি????? সে কয় গত দুইদিন ঘুরলাম...........তেমন কিছু কিনি নাই.....এক জোড়া থ্রী পিছ বানাইতে দিছি.....তবে ম্যাচিং স্যান্ডেল কেনা বাকী। আমি কইলাম তাইলে তো প্রায়(!) শেষ। ।

ঐ পাশ থেকে কয়...... স্যান্ডেল আর কিছু টুকিটাকি জিনিস বাকী............ বড় কিছুর মধ্যে মাছাক্কালিটা হইলে ভালো হইতো। সীমা একটা গিফট পাইছে। ওর হাজব্যান্ড দিছে। আমি কইলাম এতোক্ষনে বুঝলাম(মনে মনে) এই তুই চুপ কেন????? আমি কইলাম না .... ... ...কথা শুনতেছি ... কয় কালকে চলো না .......... আমি কইলাম কই?? কয় মরতে যামু?(গলা চড়া) আমি কইলাম ঠিক আছে ....... কখোন যাবে? কয়,সকাল সাড়ে নয়টা ....( হায় হায় কয় কি!!!তখন তো আমার দুফুর রাইত) আমি কইলাম ঠিক আছে ...... তুমি বাসস্টান্ডে থাইকো ... আচ্ছা .... তুমি কিন্তু ঘুম থেকে উইঠা সময় মতো চইলা আইসো........ এখোন ঘুমাও...... টাই টাই... ভাইরে ঘুম তো আর আসে না....... খালি অস্থির লাগে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।