আমাদের কথা খুঁজে নিন

   

৫ টি হাদিস।

জীবনে এমন কিছু করতে হবে যাতে মানুষ তোমাকে মনে রাখে।

১ রাসূল (স: ) বলেছেন তোমাদরে কেউ কোনো বিপদে বা কষ্টে পরলে তারা যেন মৃত্যু কামনা না করে। আর কেউ যদি কিছু ব্যক্ত করতে চায় সে যেন বলে হে আল্লাহ তুমি আমায় ততক্ষণ জীবতি রাখো যতক্ষণ জীবতি থাকা আমার জন্য কল্যাণকর আর যখন মৃত্যুবরণ করা আমার জন্য কল্যাণকর তখন আমার মৃত্যু দান কর। ২ রাসূল (স; ) বলেছেন জালমি স্বৈরাচারী শাসকের সামনে ন্যয় ও ইনসাফের কথা বলাই উত্তম জিহাদ। ৩ রাসূল (স; ) বলেছেন আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। ৪ রাসূল (স; ) বলেছেন যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহও তাকে দয়া করেন না। ৫ রাসূল (স; ) বলেছেন যে ব্যক্তরি চরিত্র ও আচরণ সবচাইতে উত্তম ঈমানের দৃষ্টিতে সেই পূর্ণ মুমিন।তোমাদের মধ্যে সেই সব লোক উত্তম যারা তাদের স্ত্রীর কাছে উত্তম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।