আমাদের কথা খুঁজে নিন

   

যাই বলেন ভিডিওটা কিন্তু জটিল...!!!

চলো আবার সবুজ গড়ি

এইবার কিভাবে যেনো খুব দ্রুত সৌভাগ্য আমাকে ছেড়ে যাচ্ছে... অথচ আমি টের পাচ্ছি... কোথায় যেনো কি যেনো শুন্য শুন্য মনে হয়... আমি খুব ধিরে অতলান্তিকের অতলে ডুবে যাচ্ছি... চারিপাশে নিঃসীম নীল অন্ধকার। ধীরে জীবনের বুদ বুদ উঠে ঘাড়ের রক্ত প্রবাহিত শাহ রগ ছুঁয়ে অনেক উপরে সূর্যের নেচে যাওয়া বেগুনী রশ্মী ছুঁতে চায়। দয়ার বাটি হাতে সহস্র দেবদূত নামে সুবহে সাদিকের অপেক্ষায়... সমগ্র নীল জুড়ে ঝিলমিল অজানা অচেনা এক রহস্যের খেলা এই ক্ষুদ্র প্রানের কি সাধ্য খুজি সেই অসম্ভব...? হাজার রজনী বিলীন তব রুপ মাধুরীর কাছে... আমি নিশিথে খুজেছি কিছু, আর পেয়েছি তা... আমার কোনো অভাব নেই... আমি আমার তরে কিছুই চাইনা লাখো মানুষের এই পৃথিবী আবার সবুজ হোক!!! কঠিন থেকে ধিরে সহজ হয়ে আসি... মালয়ের পার হয়ে আরব সাগরের তীরে এসে ঢেউ মাখাই কত কিছু ভাসে এই তরলাংকিত চোখে... আমি, আমার চোখ, সমুদ্র সবই তো আজ একাকার... সবই নোনা জল... আমি ঠিকই টের পাচ্ছি... আমার সৌভাগ্য আমায় ছেড়ে খুব ধীরে অতীতে চলে যাচ্ছে... আমি হাঁচরে পাঁচরে...অসহায়... আমি জানিনা... কিচ্ছু জানিনা... চিতকার করে কাঁদতে ইচ্ছা করে... হায়!!! আমার সৌভাগ্য!!... ১২/০৯/০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।