আমাদের কথা খুঁজে নিন

   

এ কই আইয়া পড়লাম???



সত্রোদিন চলতাছে। মুখ বুইজা অত্যাচার সহ্য করতাছি। আর কতদিন করন লাগব জানিনা। কুনো ইচ্ছাই ছিলনা রেজিষ্টেশন করনের। বন্ধুর কথায় এই পথে পা বাড়াইছি।

হালাই কইছিল সাত দিনের মইদ্যে কাম হইবনে। এখন কয়দিন চলতাছে????? দোস্ত আমারে কি বিপদে ফেললি ক দেহি। আমারে তো এখন আবার ব্লগের বড়ই নেশায় পাইছে। ঘোর কাটতাছেনে না কিছুতেই। রাগ কইরা চইলা যাব হেডাও পারতাছিনা।

কি করি ক দেহি। একটা পরামর্শের বড়ই দরকার এহন আমার। মডুরা কি চাইতেছেন আমি নিজেই রিজাইন দিয়া চইলা যাই??????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।