আমাদের কথা খুঁজে নিন

   

এগিয়ে যাওয়ার গল্প

দূর থেকে কোরাস কণ্ঠে শোনা যাচ্ছে আলিফ, লাম, মিম...। আরেক দিক থেকে শোনা যাচ্ছে কোনো শিক্ষার্থীর কণ্ঠে ‘মাই এইম ইন লাইফ ইজ টু বি অ্যা গুড টিচার’। এই পরিবেশের দেখা মিলল রাজধানীর তেজগাঁওয়ের মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট গার্লস কামিল মাদ্রাসায়। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার শিক্ষার্থীরা ২০১৩ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ১৩তম স্থান লাভ করেছে। ঢাকা বিভাগের মাদ্রাসাগুলোর মধ্যে ষষ্ঠ স্থান আর ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে।

এই মাদ্রাসা রহমতে আলম ইসলাম মিশন ট্রাস্ট পরিচালনা করছে। এ বছরের আলিম পরীক্ষায় এই মাদ্রাসার ৪১ জন ছাত্রী অংশ নেয়, যাদের মধ্যে ১৭ জন জিপিএ-৫ অর্জন করে। এ+ পাওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তারা হলো ফাতেমা, তামান্না-ই-জাহান, খালেদা আক্তার, নুসরাত জাহান, ফাতেমা আক্তার। শুধুই কি পড়াশোনায় ভালো ওরা? তামান্না তো একাধারে কেরাত, আরবি বক্তৃতা, কবিতা আবৃত্তি, ইংরেজি বক্তৃতায় পারদর্শী।

ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বাইরে পড়তে যেতে চায় তামান্না। তামান্না শিক্ষক হতে চায়। তামান্নার বান্ধবী ফাতেমা আক্তারের বড় উৎসাহ তার বড় ভাই। ফাতেমা ফাজিল পড়া শেষ করে চাকরি করতে চায়। মাদ্রাসায় ঢুকতেই চোখে পড়ে এক কম্পিউটার ল্যাব।

মাদ্রাসার দাখিল পর্যায়ের ওপরের শিক্ষার্থীরা এখানে দল বেঁধে কম্পিউটারের প্রয়োজনীয় জ্ঞান লাভ করছে। এই ল্যাবেই কথা হয় আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সারার সঙ্গে। সারা জানায়, বর্তমান পৃথিবীর সঙ্গে এগিয়ে চলতে হলে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। তাই মাদ্রাসা থেকেই আমাদের কম্পিউটার শেখার ব্যবস্থা করা হয়। অনেক শিক্ষার্থীর রয়েছে গুগল প্লাস অথবা ফেসবুক অ্যাকাউন্ট।

শিক্ষার্থীদের জন্য মাদ্রাসায় বছরজুড়েই গজল, কেরাত, আরবি, ইংরেজি বক্তৃতা, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। তা ছাড়া খেলাধুলার আয়োজন তো রয়েছেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, কোনো কোনো দিন তাদের শুধু ভাত আর ডাল খেয়েই দিন কাটাতে হয়।  কর্তৃপক্ষ সূত্রে জানা গেল, এই মাদ্রাসায় মোট ছাত্রীসংখ্যা ৯৫০, যাদের মধ্যে ৬০০ জন আবাসিক শিক্ষার্থী। মাদ্রাসার অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘এই মাদ্রাসার শিক্ষার্থীদের বেশির ভাগ অনগ্রসর পরিবার থেকে উঠে এসেছে।

আমরা চেষ্টা করি তাদের সাধ্যমতো সহায়তা করতে। সবার জন্য মানসম্মত খাদ্য ও আবাসনসুবিধা নিশ্চিত করতে বিত্তবানদের এগিয়ে আসা দরকার। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.