আমাদের কথা খুঁজে নিন

   

রমযান মাসে গোসল ফরজ প্রসঙ্গ: ইমাম তাহাভীর গবষেণা



রমজান মাসে কোন ব্যাক্তির যদি গোসল ফরয(স্ত্রী সঙ্গম পরবর্তী) অবস্থায় ফযরের আযান হয়ে যায় । তাহলে রোযা ফাসিদ হবে কী না । এ ব্যাপাররে ধর্মতাত্ত্বিকরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। sb]মাযহাবের বিবরণ : এক. হযরত উসামা,ফযল ইবনে আব্বাস,আবু হুরায়রা [রা.] প্রমুখের মতে ফযরের পূর্বে গোসল করতে হবে। অন্যথায় রোযা হবেনা।

কাযা করতে হবে। দুই. হযরত আলী,ইবনে মাসউদ,যায়েদ,আবু দারদা,আবু যর,ইবনে উমর,ইবনে আব্বাস, ইমাম চতুষ্টয় প্রমুখের মতে রোযা হবে। কাযা করতে হবে না। ইমাম তাহাভীর মতও এটা। ইমাম তাহাভীর যুক্তি: সবাই এ ব্যাপারে একমত স্বপ্নদোষের কারণে গোসল ফরয হলো অথচ গোসল করলনা ঐ ব্যাক্তির রোযা হয়ে যাবে।

তাহলে কেন পূর্ব উল্লিখিত ব্যাক্তির রোযা হবেনা? সারকথা: রোযা হবে। তবে. ফযরের পূর্বে গোসল করা উত্তম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।