আমাদের কথা খুঁজে নিন

   

এসো ব্যাকরণ শিখি- এক কথায় প্রকাশ (সামু বিষয়ক)

:)

কমেন্ট প্রদান করেন যিনি = কমেন্টক পোস্ট করেন যিনি= পোস্টক ব্লগ করেন যিনি=ব্লগক বানান ঠিক করার রোগ = নুশেরাইটিস (সমার্থক শব্দ তনুজায়েড, আইরিনেরিয়া, আমোকালিস, এপুটাইটিস, ফারহান্যানিয়া) বানান ভুল করার রোগ =কঁাকনাইটিস লুল ফেলেন যে পুরুষ=লুলক (সমার্থক শব্দ লুলকুমার) লুল ফেলেন যে নারী=লুলিনী (সমার্থক শব্দ লুলবানু) লুল ফেলেন যে ব্লগার=লুগার লুল ফেলার রোগ=লুলাইটিস ব্যান হৈবার আতংক=ব্যানাতংক ব্যান করার রোগ=ব্যানাইটিস প্লাস দেন যিনি=প্লাসক মাইনাস প্রদানে পারংগম যিনি=মিনেসোটা + টাইপ করেন যিনি= সৈয়দ ____জ্জামান বিবাহের জন্য পাগল যে বালক=মানুষ (ব্লগার/ব্লগক অর্থে, মানব জাতি অর্থে না) মডুর ভয়ে ভীত যিনি=ম্যাংগোব্লগার কমেন্ট মডারেশন করেন যিনি= __ আবদুল্লাহ সান গ্লাস পরেন যিনি= __ আলম নিজের ব্লগে সবাইকে ব্লক করেন যিনি= ___ এনাম তর্কে কোণঠাসা হলে জরুরী কাজে বাইরে যান যিনি=/_\ (সমার্থক শব্দ চিফ) পোস্ট স্টিকি হবার জন্য লালায়িত যিনি=রোবোট এই পোস্ট ভালো লাগলে আমাকে প্লাস দিন। খারাপ লাগলে নুশেরান্টির পোস্টে মাইনাস দিয়ে আসেন। (ওনার কুমন্ত্রণায় এই পোস্ট লিখলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।