আমাদের কথা খুঁজে নিন

   

সময় যে আর কাটেনা...



১ । গত রাতের একটা ঘটনায় মনটা খুব খারাপ ছিল। ঘটনা ছিল " আমার এক বন্ধু আমার কাছ থেকে আমার ইন্টারনেট কানেকশান (GP P3 প্যকেজ ) এক রাতের জন্য ব্যবহার করতে নিয়েছিল। কিন্তু অসাবধানতাবসত সকাল ৮ টা পেরিয়ে যাওয়ায় আমার ৭২১ টাকা বিল উঠে । সকালে আমি চেক করতে গিয়ে দেখি আমার কানেকশান কেটে দেয়া হয়েছে "।

তাই যারা GP P3 প্যকেজ ব্যবহার করেন তাদের প্রতি " সকাল ৮ টার ১০ মিনিট আগেই কানেকশান অফ করে দিয়েন । নইলে পরে ঠেলা সামলাইয়েন " ২। সারাদিন নেট এর শোকে মন খারাপ করে বসে ছিলাম । বিকালে সজল , জাকির দের মেসে গেলাম আড্ডা দিতে। মেসে ঢুকতেই শুনি পার্থর গান "বন্ধু তোকে মিস করছি ভীষন"।

সাথে সাথেই মনটা ভাল হয়ে গেল। কিন্তু গানের শিল্পিকে চিনতে পারলাম না। এরপরের গানটা ছিল বাপ্পার " ভালবাসা ভালবাসা"। অনেক শোনা গানটার সাথে গলা মেলাতে চেষ্টা করলাম, কিন্তু কেন জানি গানের শিল্পি গানটা তারাতারি গাইছেন। আশ্চর্যের বিষয় এই গানের শিল্পিও ভিন্ন।

সজল কে জিজ্ঞাসা করলাম নতুন কোন রিমিক্স কেসেট এর গান কিনা। সে যা বলল তা শুনে আমার আক্কেল গুরুম । সে যা বলল তা এই রকম। "একই গান শুনতে শুনতে আর ভাল লাগে না । তাই অনেক গুলো গান প্লেয়ার এ দিয়ে speed 1.5 সেট করে দেই ।

গানে নতুনত্ত আসে এবং শুনতেও ভাল লাগে "। পাগলের কথা শুনে আমার মনে হল সে ঠিক কথাই বলেছে। তাই যারা একই গান শুনতে শুনতে বিরক্ত তারা এই পন্থা অবলম্বন করতে পারেন। ৩। এবার মূল প্যচালে আসি... আমাদের ভার্সিটি বন্ধ হচ্ছে ১৬ তারিখ।

আজ ৯ তারিখ । সামনের কয়েকটা দিন অনেক ঝামেলার মদ্ধ্যে যাবে। অনেকেই বাড়ি চলে গেছে, অনেকেই যাচ্ছে । সিলেট থেকে আমার বাড়ি যাবার যোগাযোগ ব্যবস্থা ভাল না। ঈদ এর আগে ভীর ও হবে ।

ঈদ এর ৩/৪ দিন আগে যাওয়াটা অনেক কষ্ট হবে। আবার বাড়ি যাবার জন্য মন আকুপাকু করছে । কিন্তু কিছুই করতে পারছিনা। আমাদের সব স্যারগুলো কঠিন । কিছুতেই ছুটি নিতে পারছিনা।

আর কয়েকটা দিন । তাই সময় যে আর কাটেনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।