দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই-এখনই...
`সাক্ষরতা অর্জন, জনতার ক্ষমতায়ন/চাই শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা' শীর্ষক এক আলোচনা সভা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও সনাক কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামে টিডিএইচ ফাউন্ডেশনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মো: শাহাবুদ্দিন। আলোচনায় অংশ নেন ডিও লায়লা খানম, ডিপিও খলিলুর রহমান, ইউএনও সাঈদ কুতুব, পিপি এডভোকেট আব্রাহাম লিংকন, সনাক আহ্বায়ক এডভোকেট এনামুল হক চৌধুরী চাদ, ডা: তাজুল ইসলাম, শিক্ষক নেতা খন্দকার খায়রুল আনাম, কৃষক আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, জেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব আমসাআ আমিন প্রমূখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একেএম সামিউল হক নান্টু। উপস্থাপনা করেন ইয়েস আহ্বায়ক ইউসুফ আলমগীর।
আলোচকরা আশা প্রকাশ করে বলেন, স¤প্রতি শিক্ষামন্ত্রী এবং প্রধান মন্ত্রী শিক্ষা খাতে দুর্নীতি রোধে যে দৃঢ় পদেক্ষেপের ঘোষনা করেছেন তা বাস্তবায়নে সচ্ষ্টে হলে জাতি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে শিক্ষা ক্ষেত্রের সকল স্তরে। সেই সাথে দুর্নীতি পরায়ণ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার ব্যাপারেও সরকারের প্রতি আহ্বান জানান তারা।
আয়োজক টিআইবি কর্তৃপক্ষ জানায়, শিক্ষা মানব জাতির অপরিহার্য শর্ত। সামগ্রিক উন্নয়নের প্রাথমিক সোপান শিক্ষা।
নিররতা দূর ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন সময়ে কর্মসূচি গ্রহণ করলেও সমস্ত ব্যবস্থার মধ্যে ত্রুটি, বিচ্যুতি ও অনিয়মের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় সফলতা ও গুনগত মান অর্জন সম্ভব হয়নি। টিআইবি ও সনাক আশা করে প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল মহল, বিশেষ করে শিক্ষা কর্তৃপক্ষ, সরকারী নীতিনির্ধারক এই খাতে বিদ্যামন অনিয়ম ও দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসবেন।
আলোচনা সভায় সাংস্কৃতিক, রাজনীতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিল ইয়েস বন্ধুরাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।