আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে-কাহিনি-১



০৩.০৮.০৯ সন্ধ্যা ৭.২৫ মি. তারাতারি বেরুতে হবে অিফস থেকে। দ্রুত ইফতার েশষ করে বেরিয়ে পড়া গেল। কিন্ত মল্লিক আর লম্বু কোথায়? ফোেন নিশ্চিত হওয়া গেল তারা আছে ধানমন্ডি ৮ নম্বরে। একটা সি.এন.জি নিয়ে সোজা ধানমন্ডি ৮ এ রাজু ভায়ের দোকান। সেখােন পৌছানের পর জানলাম মল্লিেকরে বাসায় যেতে হবে কারন তার ক্যাজুয়াল পোশাক পরিবর্তন করে জিন্স-টি শার্ট পরতে হবে।

আর আমি ততক্ষন নরসুন্দরের হেফজতে থাকব হাজার হলেও কাল আমার বিয়ে। ওরা যখন কাজ শেষ করে আসল, তখনও আমার কাজ শেষ হয়নি। শেষ হওয়ার পর যেতে হবে অঞ্জনস এ, কনের জন্য ড্রেস কিনতে। আমি খোল থাকা বিষয়ে সন্দেহ প্রকাশ করায় ওরা আমাকে জানাল যে ওদের নাকি পরিচিত আছে, কোন সমস্যা হবে না। ০৩.০৮.০৯ রাত ১০.১৫ মি. আমরা ধানমন্ডি অঞ্জনস এর সামনে।

দোকান যথারিতি বন্ধ। লম্বু কিছুক্ষন খোজাখুজি করে এসে বলল, ভাই চলেন নগরদোলায় যাই। সেখানে একমাত্র আমরাই ক্রেতা, আর কেউই নেই, বন্ধের সময়। সব সেলস গার্ল আমাদের চারিদিকে ভির করে আছেন। পরে তারাতারি একটা ড্রেস পছন্দ করা গেল, কিন্তু প্রশ্ন, কোন সাইজ? আমি ছোট-খাট ্টজেনকে দেখিয়ে বললাম এনার সাইজ হলেই চলবে।

নিয়ে আমরা ফিরলাম নিকুঞ্জে। দোকান থেকে মল্লিক রঙিন কাজ কিনল, পরে বাসায় গিয়ে লিখল ......হলুদ রত্রি। অনেক নাটক করে হলুদ দেওয়া হল.....(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।