আমাদের কথা খুঁজে নিন

   

আমার বই পড়া - নাগীব মাহফুজের "The Wedding Song"

সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...
ওয়েডিং সং বইটা পড়া আমার জন্য পুরোপুরি একটা নতুন অভিজ্ঞতা। এই স্টাইলের বই হয়তো আগেও পড়েছি কিন্তু তার কোনটাই পড়া শেষে আমাকে এমন কোন অনুভূতি উপহার দিতে পারেনি - উপলদ্ধি, আনন্দ এবং একই সাথে হতাশাও। চারটি ভিন্ন ভিন্ন চরিত্রের জবানিতে একই কাহিনী চারবার রূপ পেয়েছে বইটিতে। একজন ভয়ংকর বিদ্ধেষের আগুনে পরিপূর্ণ, অন্ধকার চরিত্রের অধিকারী দ্বিতীয় শ্রেণীর অভিনেতা তারিক রমাদান; ছন্নছাড়া, নেশাসক্ত, জুয়াড়ী ধর্ম-নিয়ম-নীতি-সমাজকে অস্বীকারকারী করম ইউনিস, পতিতালয় আর জুয়ার আড্ডার মাঝেও আশার প্রদীপ জ্বালিয়ে রাখা করমের স্ত্রী হালিমা এবং প্রধান চরিত্র - ন্যায়বান ও সত্যনিষ্ঠ, ভন্ড সমাজবাদী আর সমাজের নিয়মকানুনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী এক তরুণ নাট্যকার - তারিকের চিরশত্রু, করম আর হালিমার একমাত্র সন্তান আব্বাস ইউনিস। গল্পের কাহিনী নব্য নাট্যকার আব্বাস ইউনিসের লেখা একটি নাটককে নিয়ে।

অনেকেরই দাবী এটা কেবলই নাটক নয় বরং আব্বাসের অতি ব্যক্তিগত জীবনের ডায়েরী, তার অতি গোপন অপরাধগুলোর স্বীকারোক্তি। তার নাটক পড়ে তার শত্রুরা আনন্দিত - নাটকে তাকে দোষী হিসেবে দেখে, আর আপনজনেরা চিন্তিত - কারণ আপনজনেদের অন্ধকার জীবনকেও সামনে নিয়ে এসেছে যে আব্বাস! কিন্তু সবকিছুর পরও নাট্যকার কোথায়? তাকেই কোথাও খুজেঁ পাওয়া যাচ্ছে না। ওয়েডিং সং বইটির একটা মজার দিক হলো যখন আপনি একটি চরিত্রের জবানিতে কাহিনী শুনবেন তখন অন্যান্য চরিত্রগুলোর একটা ছবি আপনার সামনে ভেসে উঠবে। কিন্তু একই কাহিনী অন্য আরেকটি চরিত্রের জবানিতে পড়লে সেই একই চরিত্রগুলো সম্পর্কে আপনার ধারণা পুরোপুরিই পরিবর্তন হয়ে যাবে। আবার যখন আরেক চরিত্রের জবানিতে কাহিনী শুনবেন তখন আবারো মনে হবে যে এতক্ষণ যা জানলেন তার সবই ভুল ছিল।

এভাবেই বইটির প্রতিটি পরতে পরতে নতুন করে উপলদ্ধির আনন্দ এবং মোড়কের পর মোড়ক খুলে ধীরে ধীরে কাহিনীর ভেতরে ঢোকা - পুরোপুরিই এক নতুন অভিজ্ঞতা আমার জন্য। তবে সকল বিভ্রান্তি আর ভূর ধারণার অবসান হবে যখন আপনি প্রকৃত কাহিনী জানতে পারবেন গল্পের নায়ক তরুণ নাট্যকার আব্বাস ইউনিসের ভাষ্যে। সব শেষে, সব পরিষ্কার হয়ে যাবার পর হয়তো আমারই মতো কিছুক্ষণ থ হয়ে বসে থাকবেন আর লেখককে মনে মনে কুর্ণিশ করবেন। চারটি ভিন্ন ভিন্ন পরিবেশ আর ভিন্ন ভিন্ন মূল্যবোধের মানুষের চোখ দিয়ে দুনিয়া দেখার এক অনন্য অভিজ্ঞতা ওয়েডিং সং। মানব চরিত্রের কুটিলতার গল্প, হতাশার মাঝেও আশার দীপ জ্বেলে রাখার গল্প, সবকিছু হারিয়েও নতুন উদ্যমে আবার সব শুরু করবার গল্প ওয়েডিং সং নিসন্দেহে আমার পড়া সেরা বইগুলির একটি।

আগের রিভিউগুলি আমার বই পড়া - জ্যাক লন্ডনের "সি উল্ফ" আমার বই পড়া - হোসে সারামাগোর "ব্লাইন্ডনেস"
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।