আমাদের কথা খুঁজে নিন

   

শরৎ আগমনী !! (শরৎ বন্দনা) ।

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

হে প্রকৃতি কেন করছো আজ ও অশ্রু বিসর্জন 'সন্তান হারানো মা'র মতো ' কেন তোমার সবুজ কল্লোলে কান্নার রোল ওঠে । মুছে ফেলো সেই কান্না , এসেছে ভাদ্রে শরৎ...................। তোমার বসন পাল্টাও ধানের শীষে নব রঙ ধরাও ঘুমন্ত কাশফুল কলিকে জাগিয়ে দাও কালো মেঘ মুছে ফেলো । তুলট মেঘের ভেলা ভাসাও স্বীয়-শারদীয়া রূপে উদ্ভাসিত হও যাতে,মাঝি সাদা পাল তুলে শিউলি ফুলে চাদর মুড়ে যেন সকাল হয় । কালভদ্রে বজ্রপাত ঘটাও,যাতে ধানশীষের ধ্যান চ্যূতি না ঘটে। সাজাও 'হে প্রকৃতি'। নিজেকে সাজাও নতুন ঢঙে,রাঙাও নিজেকে নানা রঙে অনাবিল আনন্দ ছুটুক দিগ্ববিদিক তোমার শুভ আলোকে মঙ্গলময় হোক দশদিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।