আমাদের কথা খুঁজে নিন

   

সংস্কৃতি-৬

সুস্থ সংস্কৃতির অনন্ত পথের যাত্রী

আসুন আমরা সংস্কৃতিবান হই। রাস্তায় যেখানে সেখানে কফ থুথু ফেলবো না, অশ্লীল কথা বলবো না, অন্যের মতামতকে উড়িয়ে দেব না, আসুন গণতান্ত্রিক হই। অন্যকে তাচ্ছিল্য করবো না বরং মর্যাদা দেব। আমরা সৎ চিন্তা যেমন করবো তেমনি সত্য কথা বলবো। অন্যের বিরক্তির কারণ হবো না, অন্যের অধিকার কেড়ে নেব না।

যে কোন অন্যায় দেখলে গণতান্ত্রিক প্রতিবাদ করবো। প্রতিবাদ করতেই হবে চুপ থাকা যাবে না। অন্যের ভালোর জন্য ত্যাগ করতে শিখি। আমরা যে কোন পোষ্টার লাগিয়ে দেয়ালের সৌন্দর্য্য নষ্ট করবো না। আমরা কেন ভুলে যাই দেয়ালটি আমার নয় অন্যের।

যে নেতা পোষ্টার লাগিয়ে অন্যের সম্পত্তিতে হস্তক্ষেপ করতে বলবে সেই নেতাকে আমরা বুঝাই এরকম ছোট একটা বিষয়ে অন্যের সম্পদে হস্তক্ষেপ করা ঠিক না, তাহলে আপনি ক্ষমতা পেলে বড় জিনিষটিও কেড়ে নেবেন। আসুন আমরা পত্র-পত্রিকার যে কোন বিষয় সত্য যাচাই করে বিশ্বাস করি। তারা যা বলবে বা লিখবে তা অন্ধের মত আমরা বিশ্বাস করবো না। আসুন আমরা আত্মমর্যদাশীল হই। সত্যকে বিশ্বাস করি সত্যকে গ্রহণ করি।

সমস্ত মিথ্যাকে চিন্তা ও কাজ থেকে চিরদিনের মত ধ্বংস করে ফেলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।