আমাদের কথা খুঁজে নিন

   

সংকটের দিন

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

গান সংকটের দিন সৈয়দ আফসার আমি কি ছিনিলাম তারে কলবে যে নাম জিকির করে আলিফ-মীম-নুনের ঘরে সংকটেনি পাইমু ধারে ও-মন জিগাইছ-নি তারে ।। আমার হিসাব তোলায়-তোলায় যে মহাজন দিলের কোটায় চোখের ছায়া ভাসে আয়নায় পড়শির ছায়া আরর্শিনগরে ও-মন জিগাইছ-নি তারে।। ধন-জন-বাড়ি-গাড়ি নিত্য দেখি কাড়াকাড়ি একদিন যে চলে যাব, হয়ত বা তাড়াতাড়ি আমি যদি অনলে পুড়ি, তুমি হইয়ো কাণ্ডারী শেষ বিচারে কে করবে পাড় আমারে ও-মন জিগাইছ-নি তারে।। সদায় ভাবি কোন কর্মেতে রইলাম পড়ে মসগুল এ-কোল, ও-কোল দুইকোল গেল; আরো যত ভুল পইরা এখন বেফানায় আলিফ-মীম-নুনের তলায় কোন পথে যাইমু আমি, আমার নিজের ঘরে পুলসেরাতের পাড়ে... ও-মন জিগাইছ-নি তারে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।