আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিষাদ দেখেছি এমন মনলোভা নীল

সুবিনয় মুস্তফীর কথা মনে পড়ে এই হেমন্তের রাতে

আমি বিষাদ দেখেছি এমন মনলোভা নীল আমি বিষাদ দেখেছি এমন মনলোভা নীল। যদিও সেদিন তুমি হেসেছিলে প্রচুর। সেই সোমবার বর্ষায় অনন্য নীলক্ষেতে মুখে আর অবয়বে কি ভীষণ অবগত ছিলে তুমি। একটা বিষাদের মেঘ সম্পর্কে ট্রাফিকের শহর যখন বেলুন গাড়িতে চাপে অনেক মেদুর হতে চেয়েও আমাদের জানা ছিলো না কোন বিস্তারিত ঘুম। ফলে তোমার সমস্ত গহন জুড়ে আমি শুধু বিষাদ ধারণা করি। জলকেলি। ----------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।