আমাদের কথা খুঁজে নিন

   

সেই সব দিন গুলি

দেশটাকে বড় ভালবাসি

মনে পড়ে আজ কত কথা তার , জীবনের ছোট বড় হাসি কান্নার। মনে পড়ে মুখগুলি ভালোবাসায় ভরা, কত স্নেহ মমতায় ভরে ছিল ধরা। সুখ ছিল, সুর ছিল, ছিল ছন্দ, জীবনের খুঁটিনাটি ভালো-মন্দ। আরো ছিল প্রেম ভরা স্বর্ণালী দিন, হৃদয় স্পন্দন ছিল সদা অমলিন। টেনশন বলে কোন কথা ছিল নাতো, গল্প-গুজবেতে সময় কেটে যেতো।

সেই সব দিন গুলি হারিয়েছে আজ, তারি সাথে হারিয়েছে জীবনের সাজ। কিছু মুখ হারিয়েছে মরণ ছোবলে, আরো কিছু বাঁধা আছে তারই কবলে। স্মৃতিগুলি বারে বারে বেজে বেজে উঠে, হারানো প্রিয় মুখগুলি ভাসে মানসপটে। বড় বেশি ব্যাথা লাগে হারানোর বেদনায়, তবুও সময় চলে, জীবনের থামা নাই। যায় দিন ভালো আর আসে দিন খারাপ, যত দিন যায়, বাড়ে জীবনের অভিশাপ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।