আমাদের কথা খুঁজে নিন

   

ড. আনু মুহাম্মদ এর প্রতি আমাদের সম্মিলিত সমর্থন ও শ্রদ্ধা

প্রতিটি দিনের কাছে অনেক যে ঋণ...

দেশ ও জাতির মহান দায়িত্ব পালন করতে গিয়ে অতীত হতে অদ্যাবধি অনেকেই নির্মম লাঞ্ছনা-গঞ্জনা আর নির্যাতনের শিকার হয়েছেন, ড. আনু মুহাম্মদ তাঁদেরই একজন। দেশমাতা তাঁদেরে পরমশ্রদ্ধাভরে হৃদয় ঠাঁই দিয়েছে। আমরা এই ধৃষ্ঠতার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। রবীন্দ্রনাথের একটি 'স্বদেশ পর্যায়'- এর গান দিয়ে তাঁর এই সুমহান কর্তব্য ও দায়িত্ববোধের প্রতি আমাদের সম্মিলিত সমর্থনা ও শ্রদ্ধা। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে... ডান হাতে তোর খড়গ জ্বলে বা হাত করে শঙ্কাহরণ দুই নয়নের স্নেহের হাসি, ললাটনেত্র আগুণবরণ ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্রবসনী ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে... যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেম দুখিনী মা আছে ভাঙ্গা ঘরে একলা পড়ে দুখের বুঝি নাই কো সীমা কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে... আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয়হরনী ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে...। বি:দ্র: আলোকচিত্রটি দৈনিক প্রথম আলো থেকে সংগৃহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।