আমাদের কথা খুঁজে নিন

   

এমন কেন আমরা বাংলাদেশীরা?



আমি যখন খুব ছোট ছিলাম, তখন থেকেই বোধহয় বাধ্য হয়েছিলাম এ ধরণের পাশবিকতার গুলো দেখতে। শুধু আমি কেন আমার ধারণা বাংলাদেশের প্রতিটি মানুষকেই ছোটবেলায় থেকেই এ ধরণের বর্বর নিষ্টুরতা দেখে আসতে হয়। বাসার কাজের লোকদের উপর ছোটখাট কারণে হাত তোলা থেকে শুরু করে বাইরে কোন ধরা পড়া চোর বা ছিনতাইকারীর উপর অমানবিক নির্যাতনের দৃশ্য যে কোন বাংলাদেশে বসবাসরত বাঙ্গালীদের জন্য নেহাতই ডালভাতের মতন। খুবই ছোট খাট ব্যাপার থেকে শুরু করে বড় ধরণের অন্যায় - সবকিছুতেই আইনকে নিজের হাতে নেওয়া বাংলাদেশী লোকদের বোধহয় 'জাতিগত' স্বভাব। কেউ কেউ বলে বাংলাদেশে কেউ কোন অন্যায় করলে তার বিচার হয় না, তাই ধরে একটু পিটিয়ে দিলে ক্ষতি কি? ভাবতেই অবাক লাগে এধরণের লোকেরা হয়ত আমার আপনার মতনই লোক যাদের সবার ঘরে নিজ নিজ একটি স্বাভাবিক জীবন আছে, সংসার আছে, বাবা মা, ভাইবোন, ছেলে মেয়ে আছে।

অথচ সুযোগ পেলে ডালভাত খাবার মতনই বাইরে গিয়ে কাউকে পিটিয়ে আসছে। শুধুমাত্র ঢাকা শহরেই প্রতিদিন চোর ছিনতাইকারী থেকে শুরু করে কোন এক্সিডেন্ট করা গাড়ির চালককে যে কি রকম পাশবিকতার শিকার হতে দেখেছি (আপনারাও দেখেছেন) তার কিছু অংশও যদি বিশ্ববাসীকে দেখনো হয়, তাহলে বোধহয় বিশ্ববাসীর সামনে আমরা লজ্জায় মুখ দেখাতে পারব না। অথচ দুঃখের ব্যাপার হলেও সত্য যে বাংলাদেশে এখনো কোন আইন আছে কিনা সন্দেহ যেখানে আইনকে যারা নিজের হাতে নিবে তাদের বিচারের কোন ব্যবস্থা করা। আর তাই কোথায় কিছু হলেই দেখা যায় যে সবাই গনধোলাইয়ের গন উৎসবে মেতে উঠে। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি রাস্তায় একটি এক্সিডেন্ট হলো আর অমনি সব পাবলিক ছুটে যায় গাড়ির পেছনে ড্রাইভারকে ধরে পেটানো জন্য।

আর এ কারণেই একটি ছোটখাট এক্সিডেন্ট করার পরে পালাতে গিয়ে বড় রকমের এক্সিডেন্ট করে বসে ড্রাইভাররা। কারণ একবার পাবলিক সেই ড্রাইভারকে পেয়ে গেলেই শুরু হয়ে যাবে বাঙ্গীসেই ছোটবেলা থেকে প্রচন্ড ঘৃণা নিয়ে সে দৃশ্যগুলো দেখে আসতে হয়েছে আর এখনো সেগুলো অহরহ ঘটছে। বাংলাদেশের হয়ত অনেক উন্নতি হয়েছে। এখন নাকি বাংলাদেশ ডিজিট্যাল বাংলাদেশ হতে চলছে। তবে পাশবিক বাংলাদেশ থেকে পাশবিকতা কমানোর ব্যাপারে এখনো কোন সরকারকে কোন পদক্ষেপ নিতে দেখা যায় নাই।

সত্যিই এটা দেশ বা জাতির জন্য খুবই লজ্জার আর দুঃখের ব্যাপার। আর যারা এ পাশবিকতার শিকার হয়ে থাকে, তারা যত অন্যায় করেই থাকুক না কেন এ পাশবিকতা তাদের প্রাপ‌্য না (বিশেষ করে সড়ক দূর্ঘটায় যারা জড়িত থাকে)। ব্লগে যারা লেখাটি পড়ছেন তাদেরকে বলছি - আপনাদের মধ্যেও কেউ কেউ অবশ্যই আছেন, যারা সুযোগ পেলেই মানুষকে মারধোর করে মজা পান। তারা এ অভ্যাসটি ত্যাগ করার চেষ্টা করুন। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে পৃথিবীর শ্রেষ্ট্ করে পাঠিয়েছে।

আমাদেরকে পশুর মতন আচরণ করা কি মানাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।