আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদ কেন আসে না আমার ঘরে

মহলদার
আপনার ঘরের জানালাটা কি খোলা আছে? আকাশের দিয়ে তাকিয়ে দেখুন কি সুন্দর চাঁদ উঠেছে। ছবি তুলতে ইচ্ছে হল চাঁদটার। এইমাত্র ছবি তুলে চাঁদটাকে পৌঁছে দিলাম আপনাদের সবার ঘরে (যারা এই মুহুর্তে ব্লগিং করছেন)। আর সাথে দিলাম চাঁদকে নিয়ে রাঘবের গাওয়া সুন্দর এই গানটি। চাঁদ কেন আসেনা আমার ঘরে চাঁদ কেন আসেনা আমার ঘরে সে অভিমানিনী আজো তো বলেনি আসবে কি না সে ফিরে চাঁদ কেন আসেনা আমার ঘরে। দিন যায় রাত যায় বয়ে যায় সময় ম্লান মুখ তার আজো সেই চোখ চায় মন চায় তবু ভাঙ্গা হৃদয় সবই আছে চাঁদ শুধূ নেই মেঘেরা যদি গিয়েছে দূরে সরে চাঁদ কেন আসেনা আমার ঘরে। জোঁয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায় আলো করে আঙ্গিনা সবার আমি আছি ভরসায় ঘোর অমানিশায় কাটেনা কেন যে এ আঁধার। ভালবাসা গুমরে কেঁদে মরে চাঁদ তবু আসেনা আমার ঘরে। চাঁদ কেন আসেনা আমার ঘরে চাঁদ কেন আসেনা আমার ঘরে সে অভিমানিনী আজো তো বলেনি আসবে কি না সে ফিরে চাঁদ কেন আসেনা আমার ঘরে। গানটির অডিও
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.