আমাদের কথা খুঁজে নিন

   

তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পেট্রোবাংলা ঘেরাও মিছিলে পুলিশের হামলা : আহত জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ, বাম মোর্চার সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় নেতা সাইফুল হকসহ কমপক্ষে ২৫ জন

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

সমুদ্রবক্ষের ৩টি (৫, ১০ ও ১১ নম্বর) গ্যাসব্লক মার্কিন ও ব্রিটিশ বহুজাতিক কোম্পানিকে ৮০ ভাগ রপ্তানি করার সুযোগ দিয়ে ইজারা দেওয়ার প্রতিবাদে আজ সকালে তেল-গ্যাস-বন্দর-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচির মিছিলে পুলিশের বর্বর হামলায় আহত হয়েছেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ নেতা আল হোছাইন চিশতী, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রাহাত আহমেদ, ঢাবি শাখার সভাপতি বিপ্লব মণ্ডল, ঢাবি শাখার নেতা শ্রীকান্ত সমাদ্দার, ঢাবি শাখার সহ-সম্পাদক ইভা মজুমদার, ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুখসানা আফরোজ আশা, সঙ্গীতা বাড়ৈ, আফসানা সুমি, অনিতা বাড়ৈ, নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য শওকত হোসেন, শ্রমিক ফ্রন্ট কর্মী মো: মহসিন, জেসমিন আক্তার, কাউছার আহমেদ সহ বিভিন্ন সংগঠনের কমপক্ষে ২৫ জন নেতা-কর্মী। পুলিশী এ্যাকশনের কিছু ছবি দেখুন আহত সাইফুল হক বাসদ নেতা আল হোছাইন চিশতীর উপর পুলিশী আক্রমণ ছাত্র ফ্রন্ট নেতা রাহাত আহমেদ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ছাত্র ফেডারেশন কর্মী তানিয়াকে পুলিশী হামলার মুখে রাহাত আহমেদ ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার নেতা শ্রীকান্ত সমাদ্দার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।