আমাদের কথা খুঁজে নিন

   

মীর জাফর নয় শহীদ জাফর !

জাগো বাহে কোনঠে সবাই জাফর মারা গেছেন। যুদ্ধাঅপরাধীদের বিচারের দাবিতে টাঙ্গানো ব্যানার ছিড়তে গেলে বাধাদেন জাফর মুন্সী। ফলে হামালার শিকার হন তিনি। শিবির কর্মীরা র্নিমম ভাব আঘাত করতে থাকেন। জাফর অগ্রণী ব্যাংকের লিফটম্যান ছিলেন।

পেশায় লিফটম্যান হলেও জাফরের কলিজাটা ছিল রাজার মত বীররে মত। জাফর সত্যিকারের বীর। বিশ্বজিতের মত র্নিমমতার শিকার হলেন তিনি। তবে তিনি যে কাজ করেছেন তার পুরুস্কার হিসেবে তাকে বীর আখ্যায়িত করা হক। তিনি র্দূধষ এক বাহিনীর অনৈতিক কাজে বাধা দিয়েছেন।

জাফর তোমাকে মনে থাকবে চিরকাল। খবর এখানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।