আমাদের কথা খুঁজে নিন

   

সোয়াইন ফ্লু!!!



বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত এপ্রিলে সোয়াইন ফ্লু দেখা দেওয়ার পর এ পর্যন্ত ২ হাজার ১৮৫ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ২০ লাখের বেশি। বাংলাদেশে শতাধিক মানুষ এতে আক্রান্ত হয়েছেন। গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার পর্যন্ত দেশে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ছিল ১৬৩।

তবে এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। গত ১৮ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু রোগীর সন্ধান পাওয়া যায়। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ সোয়াইন ফ্লু রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ১এন১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যত্রতত্র কফ, থুথু না ফেলা ও বিশেষ করে হাঁচি-কাশির পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেণ্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।

(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।