আমাদের কথা খুঁজে নিন

   

হে অকৃতজ্ঞ, কৃতঘ্ন জাতি।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

সিনেটর এডওয়ার্ড কেনেডি চলে গেলেন। নিক্সন ও বেজন্মা কিসিন্জার যখন বাংলাদেশের গনহত্যা সমথর্ন করে পাকিস্তানকে উৎসাহ দিয়ে যাচ্ছিল, এই টেড তখন ভারতে ১ কোটি মানুষের শরনার্থী শিবির পরিদশর্নে আসেন। ফিরে গিয়ে তিনি সিনেট জুডিসিয়ারি কমিটিতে "দক্ষিন এশিয়ায় সংকট, আধুনিক কালের অতি বৃহৎ বিভিষিকাময় বিয়োগান্ত মানব যাতনা" শীর্ষক একটা প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে তিনি বলেন:'এটা অত্যন্ত স্পষ্ট এবং দলিলীকৃত যে ২৫ শে মার্চে পাকিস্তানীরা সুপরিকল্পিতভাবে পূর্ববাংলায় সন্ত্রাস শুরু করেছে, যার ফলশ্রুতিতে গনহত্যা চলছে সে দেশে এখন"।

এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কংগ্রেস বিল আনে- পাকিস্তানে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ হয়। বাংলাদেশের পক্ষে মার্কিন জনমত তৈরিতেও তার অবদান অপরিসীম। __________________________________________ টেডকে আমরা স্বীকৃতি দেইনি, আমরা জর্জ হ্যারিসনকে স্বীকৃতি দেইনি, রবি শংকরকেও নয়, উস্তাদ আলী আকবর, উস্তাদ আল্লারাখাকেও নয়। কারন আমরা অকৃতজ্ঞ জাতি। আমরা স্বাধীনতা পদক দেই স্বাধীনতা বিরোধীদের, তাদের মৃতদেহ কবর দেই আমাদের সর্বোচ্চ সম্মানের সংসদ চত্তরে, তাদেরকে আমরা আমাদের জাতীয় পতাকা ওড়াতে দেই তাদের শকটে।

কারন আমরা কৃতঘ্ন জাতি। ___________________________________________ আমাদের জন্য সিনেটর এডওয়ার্ড কেনেডির অবদান সম্পর্কে আরো জানতে চাইলে: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।