আমাদের কথা খুঁজে নিন

   

মেধাবীরা বিদেশে কেন অড জব করছে?

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

আমার জানা অনেকে বিদেশে অড জব করছে। এদেশে অনাস', মাস্টাস' শেষ করে বিদেশে যেয়ে হোটেলে বা উল্লেখ করার মত নয় এরকম জব অনেকেই করছে। কম্পিউটার জানা থাকার পরও এ সংক্রান্ত চাকরি পাওয়া সোনার হরিন। আমরা কি ভেবে দেখেছি কেন এই অবস্হা? পাট'টাইম কাজ করে পড়াশোনা করার জন্য যারা বিদেশে যাবেন তাদের অবশ্যই এ ব্যাপারে বিস্তারিত জানা দরকার। আমাদের দেশের ডিগ্রির কোন দাম বিদেশে সহজে কেউ দেয় না, তারা চায় এক্সপেরিয়য়েন্স বা স্বীক্ব্বতি । আই-সি-ডি-এল হল এর প্রক্বত সমাধান। বাংলাদেশে আই-সি-ডি-এল এর একটি বড় রিসোস' সেন্সটার হল মিকটি। দেখুন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.