আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় কিছু চেনা মুখের অচেনা ছবি- দুই।


এটা অ্যালবারট আইনস্টাইনের সবচেয়ে ছোটবেলার ছবি। ১৪ মার্চ ১৮৭৯ সালে জার্মানের উলমা নামক স্থানে অ্যালবারট আইনস্টাইন জন্ম। ৯ বছরের অ্যালবারট আইনস্টাইনের সাথে দুই বছরের ছোট বোন 'মাজা'(Maja Einstein) ১৮৯৩ সালে অ্যালবারট আইনস্টাইনের বয়স তখন ১৪ বছর, জার্মানে তোলা ছবি। এর এক বছর পর তাঁর পরিবার ইতালির 'মিলান' শহরে চলে যান। এই ছবিটার সন তারিখ পেলাম না কোথাও।

তবে চেহারা দেখে মনে হয় তিনি তখন কলেজ লেভেল এর ছাত্র। সম্ভত ১৯০০ সালের কাছাকাছি। ১৯০৩ সালে দুই বন্ধু Conrad Habicht ও Maurice Solovine এ সাথে। ৬ জানুয়ারি ১৯০৩ সালে আইনস্টাইনের সাথে Mileva Marić কে বিয়ে করেন। ১৯০৫ সাল কে বলা হয় আইনস্টাইনের Miracle Year বলা হয়্ ।

এই বছর ৩০ এপ্রিল তিনি 'জুরিক' বিশ্ববিদ্যারয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তার গবেষণা টি ''A New Determination of Molecular Dimensions'' নামে পরিচিত। ১৯১১ সালে ঐতিহাসিক Solvay Conference যোগদান করেন । সে সময় তিনি 'জুরিক' বিশ্ববিদ্যারয়ের সহযোগী অধ্যাপক।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.