আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক ইসলাম শিক্ষা (অপবিত্রতা - পবিত্রতা ২/ক)

এগিয়ে যাও ...
প্রাথমিক ইসলাম শিক্ষা (অপবিত্রতা - পবিত্রতা ১) ১ম পর্বে পবিত্রতা ও অপবিত্রতা কতপ্রকার ও কি-কি, এসব নিয়ে আলোচনা হয়েছে। ২য় পর্বে উভয় প্রকার অপবিত্রতা থেকে পবিত্র হবার নিয়ম, মাধ্যম ও শরয়ী হুকুম বর্ণনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শরিয়ত অনুযায়ী পবিত্রতা ১) অজু ও ২) গোসল। ৩) তায়াম্মুম (বিকল্প) দ্বারা অর্জন করা যায়। পবিত্রতা অর্জনের প্রধান মাধ্যম হল পানি।

উভয়প্রকার অপবিত্রতা থেকে পানির মাধ্যমে অজু ও গোসলের দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। এছাড়াও বিশেষ ক্ষেত্রে পবিত্র মাটি দ্বারাও(তায়াম্মুম) পবিত্রতা অর্জনের অনুমতি আছে। # যে যে উৎসের পানি দ্বারা (অজু/গোসলের মাধ্যমে) পবিত্রতা অর্জন করা যায়ঃ বৃষ্টির পানি, ঝরনা, কূপ/ভূ-গর্ভ্যস্থ পানি, পুকুর ও সমুদ্রের পানি। (শরহে তানভীর) # যে যে উৎসের পানি দ্বারা (অজু/গোসলের মাধ্যমে) পবিত্রতা অর্জন করা যায়নাঃ ফল, বৃক্ষ, পাতা হতে নিংড়ানো রস। (ঐ) তবে শরীর বা কাপড় হতে বাহ্যিক নাপাকী/ময়লা দূর করা জায়েয।

(কবীরী) এছাড়াও পবিত্র পানিতে যদি কোন বস্তু মেশার কারণে পানির তিনটি গুণ(স্বাদ, গন্ধ ও রং) পূরোপুরি পরিবর্তন হয়ে যায়। (ঐ) তারল্য নষ্ট হয়ে গেলেও ঐ পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবেনা। মাসআলাঃ আবদ্ধ ও কম পানিতে যে কোন পরিমান নাপাকী পড়ে গেলে এ পানি দ্বারা অজু, গোসল দূরস্ত হবেনা। তবে প্রবাহিত পানিতে পড়লে যদি পানির গুণাগুণ অক্ষুন্ন থাকে, তবে জায়েয হবে। একটি গুণ নষ্ট হলে জায়েয হবেনা।

(চলবে)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.