আমাদের কথা খুঁজে নিন

   

শেখ সেলিম - কে এম শফিউল্লাহ বিতর্ক : প্রকৃত উদ্দেশ্য কি ?



সেখ ফজলুল করিম সেলিম বলেই চলেছেন। তার মতে জাতির জনক হত্যার দায় এড়াতে পারেন না সেই সময়ের সেনা প্রধান কে এম শফিউল্লাহ। শেখ সেলিম ,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই এই তীর ছুড়েছেন শফিউল্লাহর প্রতি । যুবলীগের সভায় ও তিনি এই বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। শেখ সেলিমের মতে , শেখ মুজিব যে আক্রান্ত হচ্ছেন, তা শীর্ষ সেনা কর্মকর্তারা জানতেন।

এরা হলেন- শফিউল্লাহ, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ প্রমুখ। শেখ সেলিমের প্রশ্ন , তারা তা জানার পরও জাতির জনক কে বাঁচাতে এগিয়ে আসলেন না কেন? এর মাঝে জিয়া, খালেদ মোশাররফ এখন প্রয়াত । তাই তিনি প্রশ্ন ছুড়ছেন শফিউল্লাহর দিকেই। এখানে যে বিষয়টি উল্লেখ করা দরকার, কে এম শফিউল্লাহ আওয়ামী লীগে যোগ দেন শেখ হাসিনার সাথে দীর্ঘ আলোচনার পরেই। তাকে দলের উপদেষ্টা করা হয়।

তিনি এম পি ও হন। নয়া কমিটিতে ও তার উপদেষ্টা পদটি বহাল রয়েছে। তা হলে হঠাৎ করে শফিউল্লাহ কে আক্রমণ করা হচ্ছে কেন ? শেখ হাসিনার উপস্থিতিতেই শেখ সেলিম এমন উচ্চকন্ঠ হলেন কার নেপথ্য নির্দেশে ? তাহলে কি পনেরোই আগষ্টের হত্যাকান্ডের বিচারপর্বে নতুন নাম যুক্ত হতে যাচ্ছে ? নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা মহাজোট সরকার কি এসব নতুন ইস্যু সামাল দিতে পারবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।