আমাদের কথা খুঁজে নিন

   

বড় বড় কথা না বলে বাজার নিয়ন্ত্রণ করবেন কী

বৃত্তের বাইরে কেন্দ্রের ভালোবাসা

বাজার করতে গিয়ে আজ দেখলাম কাঁচা মরিচের দাম ১৪০ টাকা কেজি। রমজান মাস আসলেই প্রতি বছরই এমন ঘটনা আমাদের কাছে স্বাভাবিক বলেই ধরে নিতে হয়। এর কি কোনো প্রতিকার নেই? আমার কথা শুনে অনেকেই হয়তো আমাকে বিশেষ দলের বা গোত্রের বলে মনে করতে পারেন। এটা আমাদের দেশের কমন সমস্যা। সত্যি কথা বলতে গেলেই কে কোন দলের তা বের করার চেষ্ঠা করেন সবাই।

আমাদের দেশের আরেকটি সমস্যা হচ্ছে দেশের মানুষের সরকারের কাছে চাহিদা অত্যাধিক বেশি। আমার চাহিদা খুব বেশি না। কিন্তু বাজার নিয়ন্ত্রণ কি সরকারের কাজের মধ্যে পড়ে না? তক্তাবধায়ক সরকারের সময়ে মেনে নিয়েছি এই ভেবে যে নির্বাচিত সরকারের সময়ে এ সমস্যা হয়তো দূর হবে। আমার প্রশ্ন হচ্ছে আমাদের বাণিজ্য মন্ত্রী এত বড় বড় কথা বলেন কিন্তু বাস্তবে তার প্রয়োগ কোথায়? মাননীয় মন্ত্রী আপনার যদি যোগ্যতা থাকে তাহলে বাজার নিয়ন্ত্রণ করে দেখান। আর তা না পারলে দয়া করে বড় বড় কথা বলবেন না।

ব্যর্থতার দায় মাথায় নিয়ে নিন। আমার সাথে কে কে একমত আওয়াজ তুলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।