আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা সার্চ ইন্জিন বানাইলাম সংবাদ সম্মেলন তুরাগ নদীর তীরে (আইলে ইফতার পাইবেন )


আইজ সকাল থেকেই আমার "প্রেতিভা" হঠাৎ কেন জানি জাইগা উঠা শুরু করল। মনে হইল আরে আমিতো C,C++,C#, java, ajax, html,php,wml, cobol,python,perl (আর কোন নাম জানি না) জানি! এই বিরাট প্রতিভা দেশ ও একাদশের (দশের+নিজের) কাজে না লাগাইলে তো আমার জন্ম বৃথা। তাই একখান না দুই দুইখান সার্চ ইন্জিন বানাইলাম। আপাতত গুগলের ডাটাবেজ ইউজ করছি (আমি মেটা ফেটা বুঝি না , গুগলের তেলে গুগল ভাজা আর কি )। অলরেডী গুগল, ইয়াহু আর বিং এর মার্কেট শেয়ার ৯৫% কইমা গেছে (আমি রিলিজ দেওনের আগেই)।

বিল্লি আমারে কল কইরা সে কি কান্দনডাই না কাঁনল (কিনবার চায়)। বেচারার লাইগা ইট্টু দুক্ক্ হইতাছে, ব্যাঙ যহন ইট্টু ইট্ট আলো দেখতাছে তখনই আমি ধস নামাইলাম। মাগার আমি নিরুপায়, প্রেতিভার চাপ সামলাইতে পারলাম না আমার মেধাবী প্রোগ্রামার টিম বিয়াফক গবেষণা করতেছে সার্চ ইন্জিনরে ডিজেল ইন্জিন,পেট্রোল ইন্জিন, সিএনজি ইন্জিনে কনভার্ট করার তরিকা নিয়া। সার্চ ইন্জিন রফতানি করে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখার পেলান আছে। আইজ প্রেস কনফারেন্স আছে টঙ্গী তুরাগের তীরে রাইত দুইডা দশ মিনিটে।

সিএনএন, বিবিসি, আল জাজিরা, এবিসির মত ছুডখাড গুলান তো আইবই আমাগো জায়ান্টগুলাও আইবো। ভালা কথা, প্রধান আকর্ষণ আঙ্গো "বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান" । সবাইরে আমন্ত্রণ (ইফতারের ব্যবস্হা আছে)। এহ্হে, মিসকল দেয় কেডা??? ল্যারী নি! দেহী কলব্যাক কইরা, গরীব মানুষ!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।