আমাদের কথা খুঁজে নিন

   

একটা অফিসের বাস্তব চিত্র



চার অক্ষরে (ইসহাক) নাম আমার অর্থটা বেশ ভালো দেখতে আমি বেটেবুটে গায়ের রংটা কালো। মুখখানা চ্যাপ্টা আমার চোখ দু'টো গোল মাথা ঝাকিয়ে হাসি আমি কপাঁলে পড়ে টোল। ঘাড়টাকে এ্যঙ্গেল করে দাড়িয়ে আমি থাকি; ধীর পায়ে চলি আমি পকেটে হাত রাখি। কে-কি করে ফলো করি কারন আমি ফলোঅন ঘুরতে ঘুরতে দিন রাত মাথা করে ভন ভন। মূল কাজ ঢেউ গোনা নয়টা থেকে ছয়টা; সন্ধ্যর পর হিসাব করি মোট ঢেউ কয়টা।

বসের বড্ড প্রিয় আমি মাথার উপর তারই হাত; সিস্টেমে পয়সা কামাই এটা বসের আশির্বদ। লেখা পড়ায় কম আমি ক্লাশ এইট মাত্র ! আশির্বাদের গুণে আমি বিশ্বাসের পাত্র; কম দামি জামা পরি ছেড়া জুতা দেই পায় বস্ বলে ভাবিসনা সিস্টেমে কর আয়। ঢোল বাজাই খুশি হয়ে তাক--ধি-- না--ধিন---তা কাচাঁ পয়সার মুখ দেখবো এই বারে যা; বসের হুকুম, সাবধান !! পড় যেন না ধরা না, স্যার ভাইবেন না.. করব আমি যা করা। বল কি চাও প্রথম বারে ওঠাও এই বিল্ডিং কেনা কাটা সব তোমার ভাগ্য কর ওয়েল্ডিং। লক্ষ কোটি টাকা গুনি গোপনে খাই কমিশন সৎ বলে পার পাই নেই কোন পেরেশন।

সুযোগ আসে উল্কার মতো কেনাকাটা যেখানে যত; টাকা আসে পকেট ভরে বেশ্বাসতো সবাই করে, মোটা গলায় কথা বলি ধীর পায়ে পথ চলি; হাক ডাক জোরে সোরে পিয়নরা সব ভয়ে মরে। আমি হলাম নিরব রাজা সিস্টেম হলো আমার প্রজা; কমিশনে কেনা কাটা বোঝে না তা কোন ব্যাটা। সৎ আমি যোগ্য বটে বসের গলায় বাজে ঢোল.. ১০০ লোকের সমান আমি ফাঁকা মাঠে দেই গোল। বস বড্ড চালু মাল চুল গুলো ফিকে লাল কথাবর্তায় ষ্টেট কাট, কমিশনের সমান বাট। লাভ দেখলে ঝাপ দেয় লস দেখলে বেশ পাল্টায় গোপের নিচে শয়তান ঘোরে তাড়াই ওদের (পুরানো ষ্টাফদের) কি করে? পুরানোদের বাদ দাও আত্মিয়দে নিয়ে নাও, অফিস হবে বস পরিবার কেউ রবেনা প্রতিবার করিবার।

আস্তে ধীরে দখল হবে মূল মালিক বদলে যাবে; উঁচু পোষ্টে বসের লোক আমার বসের জয় হোক। বস ভালোতো আমি ভালো পাওয়ার শুধু বাড়বে; লাঠি নাচাব, ছড়ি ঘুরাব ওরা অফিস ছাড়বে। বস আমার সুকৌশলি টাকা পয়সায় বিত্তশালী, যত পারে ততো ধরে তার পরও মন না ভরে, অন্যের ভালো সয়না তার মনের মাঝে অন্ধকার; পুরানোদের বেতন কমে বসের লোকের বেতন বাড়ে; আহ্ কি সুখ, কি সুখ তাক্ ধি- না- ধিন- তা আমার বসের জয় হোক সবাই চাটুক পা। বিল্ডিংতো উঠেই গেল কমিশনও পেলাম ভাল, ব্যাংক ব্যালেন্স লাখ পাঁচেক বস পেল লাখ দশেক। বসের মাথায় নতুন প্লান করো ওদের পেরেশন, হুমকি ধামকি চলতে থাকে অফিসটাকে ঠান্ডা রাখে কামর কাম কিছুই না অর্ডার করে যা খুশি তা, আসল প্লান চাকরি খাওয়া বড় অংকের কমিশন পাওয়া, পুরানোদের কনভেন্স কাটা লাঞ্চের বিল একটু ছাটা।

অর্ধেক করা মোবাইল বিল মারো ওদের তিল তেল, আমার জন্য যতো সুযোগ ওদের জন্য ততো দুর্যোগ; ছয়টার পর ছুটি সবার ওভার টাইম শুরু আমার। কাজ আমার মশা মারা সুযোগ পেলে চুরি করা, কনটিনিউ পয়সা আসে চোখের কোনে স্বপ্ন ভাসে; বস হবে মূল মালিক অন্তরে তার হাসির ঝিলিক। গোফোর নিচে মিটকি মিটকি বস হাসে ভিটকি ভিটকি, মনের মাঝে একটু ভয় অবশেষে কি হয় ! সব দিন তো সমান নয় কবে যে বস ধরা খায় ! সততা সব ছাড়বে ভিটে জুতার বাড়ি পড়বে পিঠে। গলায় ঝুলবে জুতার মালা সবাই বলবে পালা পালা। বস বড় চালু মাল কথা-বার্তা তাল বেতাল কে কি করে শুনতে চায় এই কাজে লাগায় আমায়; নিজের গ্লাস লুকিং প্রুফ বাকি গুলো স্বচ্ছ গ্রুপ।

রিপোর্ট করি সবার নামে লাঞ্চ নাস্তা কে কি আনে; বস শুনে মুচকি হাসে বুঝি, আমায় ভালোবাসে; ১০০ লোকের সমান আমি ডিমের চেয়ে বেশী দামি। লুকিং প্রুফ রুমে সবে ইন্টারনেট বেড়ায় চষে, নিষিদ্ধ সব সাইটে ঘোরে কোন ব্যাটাই বোঝে নারে; আমি হলাম ভিজে বিড়াল কথা বর্তায় গেঁও চাড়াল। তার পরেও সেরা আমি ডিমের চেয়েও বেশি দামি। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.