আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার বিক্রি আরও কমতে পারে

পিসি বা ব্যক্তিগত কম্পিউটারের বাজার কমছে। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছেন, চলতি বছরে কম্পিউটার বিক্রি ৯ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কম্পিউটার বিক্রিতে বিপর্যয়ের কথা বাজার পূর্বাভাসে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।

আইডিসির গবেষকেরা জানিয়েছেন, মোবাইল পণ্যের জনপ্রিয়তার কারণে চলতি বছর পিসির বাজার ৯ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর আগে চলতি বছরের মে মাসে এক পূর্বাভাসে আইডিসি জানিয়েছিল, পিসি বিক্রি এ বছর ৭ দশমিক ৮ শতাংশ কমবে।

ট্যাবলেট ও স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়তে থাকায় কম্পিউটারের ওপর থেকে মানুষের আগ্রহ কমে যাচ্ছে। ২০১৪ সালেও এ ধারা বজায় থাকবে বলে আইডিসির গবেষকেরা জানিয়েছেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.