আমাদের কথা খুঁজে নিন

   

আজ নির্ঝর নৈঃশব্দ্য'র জন্মদিন

পাখি এক্সপ্রেস

নির্ঝর নৈ:শব্দ্য সব কবি আমার বন্ধু নয়। আবার সব বন্ধু কবি নয়। নির্ঝর নৈ:শব্দ্য কবি, নির্ঝর নৈ:শব্দ্য বন্ধু, নির্ঝর নৈ:শব্দ্য প্রেয়সী। আজ আমার কবি, বন্ধু, প্রেয়সীর জন্মদিন। নির্ঝর নৈ:শব্দ্য যেন ভালো থাকে, আলোর আবরনে থাকে। ============= নৈঃশব্দ্যে বৃষ্টি নির্ঝর নির্ঝর এবং পাখির পালক বৃষ্টির পরে টুকরো মেঘের পদ্য প্রার্থনা ঘরে ঘুমশব্দ রূপালিপর্দায় তরুণীর পায়ের ছাপ শাদাকাগজে নির্ঝর নৈঃশব্দ্য এবার একটি কবিতা হবে, কবির মুখের মতো। কপালে তিনটি ভাঁজ, পাশে চুলের আঁটি, জানালার ফাঁকে সত্তা পা রাখে, খুঁজে আনে বৃষ্টির শব্দ-- শ্রবণোপোযুক্ত শব্দে গোঙায় নির্ঝর নৈঃশব্দ্য... পাড়ায় পাড়ায় জলকুড়ানো বালকেরা খেয়াল রাখে পুকুরপাড়ের চালতাপাতায় সেখানে মেঘকাটারোদেও বৃষ্টি ঝরে খুলে যাবে মেলে যাবে যেখানে আত্মার বিশ্রাম বালকের ব্যস্ততায় যত্ন দিতে শূন্যতায়... কেবলই শূন্যতায় ঝরঝর আত্মার ডাক নাম নির্ঝর অথবা নৈঃশব্দ্য!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।