আমাদের কথা খুঁজে নিন

   

অর্থহীন সম্পর্ক !



যেকোনো সম্পর্ক তখন-ই অর্থহীন হয়, যখন সেই সম্পর্কের সাথে জড়িত মানুষগুলো ছল- চাতুরী আর প্রতারণার আশ্রয় নেয়--! সেটা ফেসবুকিও / ফেস টু ফেসিও / কিংবা মোবাইলিও যেকোনো মাধ্যমে গড়ে উঠা হোক না কেন- ? সম্পর্ককে অর্থহীন করে দেয়ার জন্য- সম্পর্কের সাথে জড়িত মানুষগুলোর , মন- মানসিকতা, রুচিবোধ আর বিশ্বাসঘাতকতা দায়ী ! সম্পর্কটা কোন মাধ্যমে গড়ে উঠেছে তা মুখ্য নয়--। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য -স্বচ্ছ মানসিকতা,রুচিবোধ আর বিশ্বস্ততার প্রয়োজন হয়-। কিন্তু আফসোস -- বর্তমানে যেকোনো সম্পর্ক অর্থযুক্ত হওয়ার থেকে দুইদিন পরে অর্থহীন -ই হয়ে যায়- ! যেন সম্পর্কগুলো গড়ে ওঠে একদিন অর্থহীন হয়ে যাবে এই জন্যই ! একটা সম্পর্কে জড়ানোর পর সেই সম্পর্কটাকে সুন্দরভাবে, বিশ্বস্ততার সাথে টিকিয়ে রাখার মানসিকতা অনেকরই থাকে না! কারন এরা নামের কিংবা শুধুমাত্র সময় কাটানোর জন্য সম্পর্ক গড়তে বিশ্বাসী ! তারপর দুইদিন/ তিন দিন ফুর্তি অবশেষে ছুড়ে ফেলা... এরকম-ই হয়েছে আজকালকার সম্পর্কগুলো ! যেখানে ভালোবাসার ভিত্তি মজবুত থাকে না বললেই চলে আর বিশ্বস্ততা সে তো বহুদূরের --- বিষয় ---!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।